কলকাতা, ৩ জুলাই – পঞ্চায়েত নির্বাচন দোরগোড়ায়। অথচ নির্বাচনকে কেন্দ্র করে একের পর এক মামলা দায়ের হচ্ছে উচ্চ আদালতে। সোমবার পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত একটি মামলার শুনানিতে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, নির্বাচন সম্পর্কিত মামলার মাধ্যমে কেউ কেউ শিরোনামে আসতে চাইছেন । এঁদের ‘রাজনৈতিক উদ্দেশ্য’ আছে বলে মন্তব্য করেন তিনি ।