• facebook
  • twitter
Friday, 22 November, 2024

শান্তিপূর্ণ নির্বাচন হোক , ইদে প্রার্থনা ফিরহাদের, বিরোধীদের ‘পাগল-ছাগল’ বলে কটাক্ষ   

কলকাতা, ২৯ জুন –  ইদে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রার্থনা করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। বললেন, “সিদ্ধান্ত মানুষের। মানুষ যাকে চাইবেন তাঁকেই ভোট দেবেন। কাজ করার সুযোগ করে দেবেন ” পাশাপাশি ব্যালট ইস্যুতে করা অভিযোগ নিয়ে বিরোধীদের পাগল-ছাগল বলে কটাক্ষ করেন তিনি।    আর মাত্র কয়েকটা দিন। আগামী ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচন বাংলায়।  নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের

Kolkata:TMC leader Firhad Hakim taking oath as Mayor of Kolkata on Tuesday December 28,2021.(Photo: Kuntal Chakrabarty/IANS)

কলকাতা, ২৯ জুন –  ইদে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রার্থনা করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। বললেন, “সিদ্ধান্ত মানুষের। মানুষ যাকে চাইবেন তাঁকেই ভোট দেবেন। কাজ করার সুযোগ করে দেবেন ” পাশাপাশি ব্যালট ইস্যুতে করা অভিযোগ নিয়ে বিরোধীদের পাগল-ছাগল বলে কটাক্ষ করেন তিনি।   

আর মাত্র কয়েকটা দিন। আগামী ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচন বাংলায়।  নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের নানা প্রান্তে হিংসার আর সংঘর্ষের ছবি, শাসকদল-বিরোধীদলের অভিযোগ আর পাল্টা অভিযোগ। এই পরিস্থিতিতে ইদে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রার্থনা করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তাঁর মতে, মানুষ যাঁকে যোগ্য বলে মনে করবেন তাঁকেই আশীর্বাদ করবেন। তার জন্য হিংসা আর হানাহানির কোনও প্রয়োজন নেই। তৃণমূল কংগ্রেসের জয়ের জন্য সংগঠনই যথেষ্ট বলে মনে করেন তিনি।

ইদ উপলক্ষ্যে বৃহস্পতিবার মসজিদে সপরিবারে  নমাজ পড়েন ফিরহাদ হাকিম। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন। পঞ্চায়েত নির্বাচন নিয়ে তাঁর বক্তব্য, ‘‌মানুষ তাকেই ভোট দেবেন ,  যারা মানুষের জন্য কাজ করেছেন। আমি শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রার্থনা করেছি। মানুষ যাকে মনে করবেন তাঁকেই কাজ করার সুযোগ দেবেন। আমাকে যোগ্য মনে হলে আমাকে দায়িত্ব দেবেন। অন্য কাউকে যোগ্য মনে হলে তাঁকে দেবেন। তার মধ্যে হানাহানির কোনও স্থান নেই। রাজনীতিতে আমি আমার কথা বলব, আপনি আপনার কথা বলবেন। মানুষ ঠিক বুঝে নেবেন।’‌
পঞ্চায়েত নির্বাচন নিয়ে মানুষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে মনে করেন তিনি। শুক্রবার বীরভূম সফরে যাচ্ছেন ফিরহাদ হাকিম। বীরভূমের  জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এখন তিহাড় জেলে বন্দি। সেই প্রসঙ্গে বলতে গিয়ে আত্মবিশ্বাসী রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী বুঝিয়ে দিলেন আজও অনুব্রতর উপর ভরসা রয়েছে। বললেন, “কেষ্ট হয়তো এখন আমাদের সঙ্গে নেই। তবে মানুষ আমাদের সঙ্গে আছে ।” ইতিমধ্যেই এখানে বহু আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। বলেন, ‘‌কেষ্ট হয়তো এখন আমাদের সঙ্গে নেই। তবে মানুষ আমাদের সঙ্গে। তাছাড়া আমাদের কর্মীরা আছেন, সংগঠন আছে।’‌
বিরোধীদের অভিযোগ, শাসকদল ভুয়ো ব্যালট ছাপাচ্ছে। এই বিষয়ে তিনি বিরোধীদের আক্রমণ করে পাগল–ছাগল বলে কটাক্ষ করলেন। একইসঙ্গে তিনি বলেন, ‘‌সবার সুখ শান্তির জন্য দোয়া চাইলাম। এখন সিদ্ধান্ত মানুষের। মানুষ যাকে চাইবেন তাঁকেই ভোট দেবেন। পাগল–ছাগলে অনেক কিছু বলে। নাচতে না জানলে উঠোন বাঁকা। বিরোধীরা জানে ওরা কিছুই পাবে না। তাই এসব বলছে। বোমা–গুলির আমদানি করে রাজ্যকে অশান্ত করার চেষ্টা করছে।’‌