কলকাতা:- প্রকাশ্যে এল ‘এমারজেন্সি’-এর টিজার। ছবিতে ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কঙ্গনা রানাওয়াতকে। অভিনয়ের পাশাপাশি ছবিটিতে ডিরেক্টরের ভূমিকাতেও দেখা যাবে অভিনেত্রীকে। টিজার সামনে আসতেই কয়েক হাজার ভিউ। ইতিমধ্যেই ছবির রিলিজের ডেটও ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ নভেম্বর প্যান ইন্ডিয়া সিনেমা রিলিজ করবে। এমারজেন্সি’-এর টিজারের শুরুতেই ১৯৭৫ সালের ২৫ জুনের ঘটনার কিছু ছবি তুলে ধরা হয়েছে। যেখানে আন্দোলনকারীদের বিক্ষোভ করতে দেখাতে দেখা গিয়েছে। দেখা যাচ্ছে রাস্তায় নেমে ইটপাথর ছুঁড়তেও। প্রোমোতে অনুপম খের বলেছেন, ভারতের ইতিহাসে সবচেয়ে কালো সময় এসে গিয়েছে। সরকার রাজ নয়, অহংকার রাজ। যা আমাদের নয়, দেশকে মৃত্যুর দিকে ঠেলে দেবে। আর এই অবস্থাকে ঠেকানোর কথাও বলতে শোনা যাচ্ছে অনুপম খেরকে। এরপরেই কঙ্গনা বলেছেন, এই দেশকে রক্ষা করা থেকে আমাকে কেউ আটকাতে পারবে না, কারণ ভারতই ইন্দিরা এবং ইন্দিরাই ভারত।’ উল্লেখ্য, দেশে জরুরি অবস্থার ৪৮ বছর পূর্ণ হল ২৫ শে জুন। ১৯৭৫ সালের এই দিনকে কেন্দ্র করে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে তৎকালীন কংগ্রেস সরকার রাজনৈতিক উদ্দেশ্য পূর্ণের জন্য জরুরি অবস্থা চাপিয়ে দেয়। ২১ মাসের জরুরি অবস্থার সময় একলক্ষের বেশি রাজনৈতিক প্রতিপক্ষকে জেলে পাঠিয়েছিল তৎকালীন সরকার। আর সেই প্রেক্ষাপটেই কঙ্গনা রানাওয়াতের এই ছবি।