• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ভোটের প্রচারে চালসায় চায়ের দোকানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়!

কলকাতা:- পঞ্চায়েত ভোটের প্রচার করতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কোচবিহার থেকে পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভা শেষ করে তিনি ডুয়ার্সে আসছিলেন। পথে চালসায় একটি চায়ের দোকানে তিনি ঢুকে পড়েন। চায়ের দোকানটি চালাচ্ছিলেন তিন মহিলা। সেই দোকানে ঢুকে তিনি মহিলা দোকানদারদের সঙ্গে কথা বলেন। তারপরে চায়ের দোকানে দাঁড়িয়ে চা বানানো শুরু করেন।

কলকাতা:- পঞ্চায়েত ভোটের প্রচার করতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কোচবিহার থেকে পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভা শেষ করে তিনি ডুয়ার্সে আসছিলেন। পথে চালসায় একটি চায়ের দোকানে তিনি ঢুকে পড়েন। চায়ের দোকানটি চালাচ্ছিলেন তিন মহিলা। সেই দোকানে ঢুকে তিনি মহিলা দোকানদারদের সঙ্গে কথা বলেন। তারপরে চায়ের দোকানে দাঁড়িয়ে চা বানানো শুরু করেন। শুধু তাই নয়, নিজের হাতে চা করে নিজেই পরিবেশন করতে শুরু করেন। রাজ্যের মুখ্যমন্ত্রীর মানুষের পাশে থাকার ঘটনায় উচ্ছাস ডুয়ার্সের মেটেলি ব্লকে। সোমবার কোচবিহার সফর শেষ করে ডুয়ার্সে আসেন তৃণমূল। চালসা একটি বেসরকারি এই এলাকার বিপর্যয় নিয়ে বৈঠক করেন। বৈঠক থেকে বেরিয়ে তিনি হাটতে শুরু করেন এবং হঠাৎই রাস্তার পাশে একটি চা মোমোর দোকানে দাঁড়িয়ে পরে। যদিও প্রচারে বেড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগের এই কায়দা নতুন নয়। এর আগেও অনেকবার তাঁকে এই মেজাজে দেখা গিয়েছে। পাহাড় সফরে গিয়ে তো প্রায়ই তাঁকে চায়ের দোকানে অথবা মোমোর দোকানে ঢুকে পড়তে দেখা গিয়েছে। আবার টাকিতে গিয়ে এক গ্রামবাসীর বাড়ির উঠোনে বসে মাছ ভাত খেয়েছিলেন তিনি। এক কথায় বিজেপি নেতাদের তিনি বার্তা দিয়েছেন। ঘটা করে আদিবাসীদের বাড়িতে এলাহি আয়োজন করে যাঁরা খাওয়াদাওয়া করেন তাঁরা প্রকৃত পক্ষে মানুষের কাছের লোক নন। তাঁরা লোক দেখানো কাজ করেন। তিনি দেখিয়ে দিয়েছিলেন মানুষের কাছে পৌঁছতে হলে তাঁদের মতো করে তাঁদের কাছে পৌঁছতে হয়। ঢাক-ঢোল পিটিয়ে এলাহি আয়োজন করে খাওয়া দাওয়া করলেই মানুষের কাছে পৌঁছানো যায় না।