রাতভর প্রবল বৃষ্টির জেরে জল জমে ছিল নয়া দিল্লি রেলস্টেশনের বিভিন্ন জায়গায়। রবিবার ভোর ৫.৩০ নাগাদ নয়া দিল্লি রেল স্টেশনে যান
পূর্ব দিল্লির প্রীত বিহার এলাকার বাসিন্দা সাক্ষী আহুজা। তাঁর সঙ্গে আরও দুই মহিলা ছিলেন, ৩টি শিশু ছিল। প্রবল বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছিল স্টেশন। জমা জল থেকে বাঁচতে মালপত্রসহ একটি বিদ্যুতের খুঁটি স্পর্শ করেন সাক্ষী। সঙ্গে সঙ্গেই বিদ্যুতের তীব্র ঝটকায় ছিটকে পড়ে যান । তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ওই খুঁটিরই একটি অংশে ঝুলছিল একটি ছেঁড়া ইলেকট্রিকের তার। ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যায়, বিদ্যুতের ছেঁড়া তার জড়িয়ে রয়েছে ওই বিদ্যুতের খুঁটিতে।
সাক্ষীর পরিবার এই ঘটনায় ইতিমধ্যেই রেল কর্তৃপক্ষের গাফিলতির বিষয়ে একটি অভিযোগ জানিয়েছেন । তার ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আরও জানা গেছে, স্টেশনের ১ নম্বর এক্সিট গেটের কাছে যেখানে দুর্ঘটনা ঘটে, সেখানে আরও বিদ্যুতের তার খোলা অবস্থায় ঝুলছে, যা থেকে যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে। ইতিমধ্যেই রেল কর্তৃপক্ষ এবং পুলিশ যৌথভাবে এই ঘটনার তদন্ত শুরু করেছে।