বৃষ্টির জন্য ভেস্তে গেল পাকিস্তান-শ্রীলঙ্কার ম্যাচ। বিশ্বকাপের আসরে রাউন্ড রবিন খেলায় দুই এশিয়ার দলের প্রথম ম্যাচেই খেলায় বাধা হয়ে দাঁড়ালেন বরুণদেব। এরফলে দু’টি দল এক পয়েন্ট করে ভাগাভাগি করে নিল।
তবে, আম্পায়ররা ম্যাচটি অনুষ্ঠিত করার জন্য সময় নিয়েছিলেন, এবং খেলাটি শেষপর্যন্ত আম্পায়ররা ঠিক করেছিলেন কুড়ি ওভার করার। কিন্তু সেটাও তারা আয়ােজন করতে পারলেন না ভারী বর্ষণের জন্য।
পাশাপাশি বলে রাখা ভালাে পাকিস্তান এর আগে বিশ্বকাপের আসরে শ্রীলঙ্কার সঙ্গে সাক্ষাতকারে সাতটি ম্যাচেই জয় তুলে নিয়েছিল। এক পয়েন্ট ভাগাভাগি করে নিয়ে আপাতত শ্রীলঙ্কা তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়ে তৃতীয় ও পাকিস্তান সমসংখ্যক পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে থাকল।