নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে মঙ্গলবার রাজভবনে পালন করা হয় পশ্চিমবঙ্গ দিবস। সেখানে বক্তব্য রাখতে গিয়ে এই বিশেষ দিনে গোটা রাজ্যে শান্তির বার্তা শোনান রাজ্য পাল সিভি আনন্দ বোস। বেসরকারি স্কুলের ছাত্র-ছাত্রীদের বসে আঁকো প্রতিযোগিতায় ছাত্র-ছাত্রীদের উৎসাহ দিতে রাজ্যপাল নিজেও সেখানে উপস্থিত ছিলেন ।
‘পশ্চিমবঙ্গ দিবস-এ শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁর বার্তা, ‘পশ্চিমবঙ্গ শিল্প, সংস্কৃতি, আধ্যাত্মিকতা, বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থনীতি, খেলাধুলা এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রের সমন্বয়ে ভারতের মধ্যে এক অনন্য ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। …পশ্চিমবঙ্গের প্রতিভাবান মানুষরা আমাদের জাতির অগ্রগতি ও সমৃদ্ধিতে অবদান রেখে গেছেন। আমি পশ্চিমবঙ্গবাসীর শুভেচ্ছা ও সাফল্য কামনা করি।’
মঙ্গলবার পূর্ব নির্ধারিত কর্মসূচি মেনেই পালিত হয়েছে দিনটি।তবে রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন কোনও নতুন ঘটনা নয়, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় রাজ্যের রাজ্যপাল থাকাকালীন রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন করেছেন। সে ক্ষেত্রে নবান্ন আপত্তি জানালেও, সেই আপত্তি কানে তোলেননি ধনখড়। মুখ্যমন্ত্রীর চিঠি পাওয়ার পরও পশ্চিমবঙ্গ দিবস পালনে ধনখড়ের পথেই হাঁটলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।