রায়পুর, ১৯ জুন– ২০০২ থেকে কেন্দ্রীয় ডেপুটেশনে থাকা দুঁদে আইপিএস কর্তা রবি সিনহা এবার র’এর দায়িত্বে। এর আগে মূলত বিবিধ গোয়েন্দা দায়িত্বে ছিলেন । পরে ক্যাবিনেট সচিবালয়ের স্পেশাল সেক্রেটারি করা হয়েছিল তাঁকে। সোমবার সেই আইপিএস অফিসারকেই ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যানালিসিস উইং তথা র’-এর প্রধান হিসাবে নিয়োগ করল নরেন্দ্র মোদি সরকার।
রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংয়ের সচিবকেই এই গোয়েন্দা প্রতিষ্ঠানের প্রধান বলা হয়। এতদিন র-এর সচিব পদে ছিলেন ১৯৮৪ ব্যাচের পাঞ্জাব ক্যাডারের আইপিএস অফিসার সামন্ত গোয়েল। সম্ভবত দীর্ঘ সময়ে এজেন্সির শীর্ষ পদে ছিলেন তিনি।
এক অবসরপ্রাপ্ত আইপিএস কর্তা এদিন বলেন, রবি সিনহা অত্যন্ত যোগ্য অফিসার। বস্তুত ১৯৮৮ ব্যাচের আইপিএস অফিসারদের অনেকেই ছিলেন বেশ প্রতিভাবান। ৮৮ ব্যাচের বেশ কয়েকজন অফিসার রাজ্যস্তরে ডিরেক্টর জেনারেল হয়েছেন। পশ্চিমবঙ্গে ৮৮ ব্যাচের আইপিএস অফিসার ছিলেন সৌমেন মিত্র, হরমনপ্রীত সিং, নাগা রমেশ, সুধীর মিশ্র প্রমুখ।