লােকসভা নির্বাচনে দলের পরাজয়ের গ্লানি থেকে দূরত্ব তৈরির লক্ষ্যে তিন দিনের ওয়ানাড় সফরে গেলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি।
ভােটের ফল প্রকাশের পর তিনি ওয়ানাড়ের মানুষকে ধন্যবাদ জানান। ওয়ানাড় থেকে জয়ের পর তিনি প্রথম সফরে গেলেন। প্রবল বৃষ্টির মধ্যে ত্রিপল ঢাকা ট্রাকে চেপে ওয়ানাড় পৌঁছন। দলের শ’খানেক কর্মী বৃষ্টির মধ্যে ব্যানার হাতে ট্রাকের সঙ্গে হাঁটেন। তাঁদের ব্যানারে লেখা, আপনার সাথে আছি।
কেরলে ১৯টি আসনে জয়ী কংগ্রেস। ওয়ানাড় যাওয়ার পথে মালাপ্পুরম, কোঝিকোড়েও রাহুল গান্ধির ট্রাক থামবে। ওয়ানাড় থেকে জয়ের পর তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে, তিন কৃষকের আত্মহত্যার তদন্তের নির্দেশ দিয়েছেন। তাঁর কথায়, ওয়ানাড়ে ঋণ শােধ করতে না পারায় আগেও কৃষকরা আত্মহত্যা করেছে।
মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন তাঁকে ঘটনার কথা সংসদে তােলার জন্য বলেছেন। আগামিকাল কেরল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মােদি। তিনি গুরুভায়ুরে শ্রীকৃষ্ণ মন্দিরে পুজো দেবেন। তারপর ত্রিশুরে জনসভা করবেন। পাশাপাশি তিরুপতিতে ভগবান বেঙ্কটেশ্বর মন্দিরেও পুজো দেবেন।