কলকাতা, ১২ জুন – নিয়োগ দুর্নীতি মামলায় এবার অয়ন শীলের পুত্র অভিষেক শীলকে হাজিরার নির্দেশ দিল আদালত। হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে সুজয়কৃষ্ণের জামাইকেও। হিসাব বহির্ভূত সম্পত্তি সংক্রান্ত তথ্যের তদন্ত করতে গিয়েই এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে অয়ন-পুত্র এবং সুজয়কৃষ্ণের জামাই। দু’জনকেই তলব করা হয়েছে।