ধূলিসাতের পথে বালেশ্বর ট্রেন দুর্ঘটনার অস্থায়ী মর্গের চেহারা নেওয়া বাহানগা স্কুল
কটক, ৯ জুন– শতাব্দীর সব থেকে বড় ট্রেন দুর্ঘটনার সম্মুখীন হয় ওড়িশার বালেশ্বর। ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর মৃতদেহগুলিকে দ্রুত সরাতে ব্যবহার করা হয় বাহানগা বাজার হাই স্কুলকে। স্থানীয় স্কুলটিকেই অস্থায়ী মর্গ হিসাবে ব্যবহার করা হয়েছিল। সাদা কাপড়ে মোড়া সারি সারি মৃতদেহ নিয়ে আসা হয়েছিল সেই স্কুলে। কিন্তু শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকার কারণে দেহগুলিতে পচন