বেঙ্গালুরু, ৮ জুন– আরব সাগরে তৈরি হওয়া নিম্নচাপই বর্ষার আগমন ঘটাল দেশে। যদিও রীতি মেনে কেরল দিয়েই বর্ষা এলো দেশে। এর আগে কেন্দ্রীয় আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছিল, শুক্রবার দেশের দক্ষিণ-পশ্চিম উপকূল দিয়ে দেশের মূল ভূখণ্ডে ঢুকতে পারে বর্ষা। তবে তার এক দিন আগে, বৃহস্পতিবারই কেরলে প্রবেশ করল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। ত্বরান্বিত করেছে বলে মনে করছে হাওয়া অফিস। আগামী দু’দিন লক্ষদ্বীপ, কেরল এবং উপকূলবর্তী কর্নাটকে ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে।
সচরাচর ১ জুন কেরল দিয়ে দেশের মূল ভূখণ্ডে ঢোকে বর্ষা। তার পর ধাপে ধাপে ছড়িয়ে পড়ে সারা দেশে। তবে নানা কারণে বর্ষার আগমনে অনেক সময়ই বিলম্ব ঘটে। কোনও কোনও বছর বর্ষা সময়ের আগেই চলে আসে কেরল উপকূলে। তবে আবহবিদেরা জানাচ্ছেন, কেরলে দেরিতে বর্ষা এলেও সারা দেশে বৃষ্টির পরিমাণে তার প্রভাব পড়ার কথা নয়।