মুম্বই, ৫ জুন– ওড়িশার ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শোকগ্রস্ত গোটা বিশ্ব। ঘটনায় শোকবার্তা পাঠিয়েছেন ভারতকে চরম শত্রু মনে করা পাকিস্তানও। টুইটারে শোকপ্রকাশ করেছেন রাজনীতিক থেকে বিনোদন দুনিয়ার তারকা, ক্রীড়াবিদরা। তবে বেশ কিছু মানুষ আছেন যারা শুধু সহানুভূতি জানিয়েই থেমে থাকেনি। নিহতদের পরিবারের সাহায্যে এগিয়েও এসেছেন। সেই মানুষদের মধ্যে একজন হলেন বীরেন্দ্র শেহওয়াগ ও গৌতম আদানি। সেহওয়াগ জানালেন, যাঁরা এই দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারিয়েছেন, তাঁদের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব নেবেন তিনি। তবে শুধু সেহওয়াগ নন, একই ভাবে ক্ষতিগ্রস্তদের সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এগিয়ে এসেছেন গৌতম আদানিও।
গত শুক্রবার সন্ধেয় বালেশ্বরে ভয়ংকর দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস ও যশবন্তপুর হামসফর এক্সপ্রেস। এখনও পর্যন্ত এই ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৮৮ জন। যদিও ওড়িশা সরকারের দাবি, মৃতের সংখ্যা ২৭৫। এগারোশোরও বেশি মানুষ আহত। অনেকেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এমন করুণ পরিস্থিতিতে মর্মাহত প্রত্যেকেই। ব্যতিক্রমী নন শেহওয়াগও।টুইটারে তিনি জানান, “এই ভয়ংকর ছবি আমাদের বহুদিন তাড়া করে বেড়াবে। এমন বেদনাদায়ক মুহূর্তে যেটুকু করতে পারি, তা হলে যাঁরা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, তাঁদের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব আমি নিতে পারি। শেহওয়াগ ইন্টারন্যাশনাল স্কুলে নিখরচায় পড়তে পারবে তারা।”