হাওড়া , ৩ জুন – ওড়িশার বালেশ্বরে বিভীষিকাময় দুর্ঘটনাস্থল থেকে জখম, বিধ্বস্ত যাত্রীদের নিয়ে হাওড়া স্টেশনে এসে পৌঁছল উদ্ধারকারী ট্রেন। যশবন্তপুর হাওড়া এক্সপ্রেস আহত যাত্রীদের নিয়ে এসে পৌঁছয়। ভয়ঙ্কর অভিজ্ঞতার স্মৃতি নিয়ে পৌঁছলেন আহত যাত্রীরা। প্রাথমিক চিকিৎসার জন্য হাওড়ায় প্রস্তুত রাখা হয় মেডিক্যাল টিম। হাওড়া স্টেশনের বাইরেই রয়েছে অ্যাম্বুল্যান্স। আহত যাত্রীদের যাতে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া যায়, তার জন্য সবরকম ব্যবস্থা রাখা হয় রেলের তরফে।
প্রসঙ্গত, শনিবার সকাল ১১ টায় রেলের তরফে বিবৃতি দিয়ে জানানো হল শনিবার সকাল পর্যন্ত এই দুর্ঘটনায় মারা গিয়েছেন ২৬১ জন। আহতের সংখ্যা ৬৫০। এর আগে সকাল ৯টায় রেলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল শনিবার সকাল পর্যন্ত এই দুর্ঘটনায় মারা গিয়েছেন ২৩৮ জন। সেই সংখ্যা এ বার ২৬০ ছাড়াল। ওডিশার মুখ্যসচিব প্রদীপ তেজ জানিয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে ৯০০ যাত্রী। সঠিক হতাহতের সংখ্যা এখনও সঠিকভাবে নির্ণয় করা যাচ্ছে না। আহত যাত্রীদের গোপালপুর, খাঁতাপাড়া, বালেশ্বর, ভদ্রক এবং সোরো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
হাহাকার আর ভয়ার্ত যাত্রীদের মুখছবি ওড়িশা ফিরতি এই ট্রেনে। শুক্রবার রাতের ঘটনা বর্ণনা করার মতো মানসিক পরিস্থিতিও তাঁদের নেই। কথা বলতে গেলেই কান্নায় ভিজে যাচ্ছে চোখ, বুজে আসছে গলা। অভিশপ্ত দুর্ঘটনাস্থল থেকে তাঁরা যে প্রাণে বেঁচে ফিরে এসেছেন, সেটাই যেন এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারছেন না তাঁরা।