বালেশ্বর, ৩ জুন – শনিবার ওড়িশার বালেশ্বরের দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে দুর্ঘটনাস্থল ঘুরে দেখার পর বাংলায় মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। গুরুতর আহতদের ১ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বাংলার বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। রাজ্যের যাঁরা আহত বা গুরুতর আহত রয়েছেন তাঁদের প্রয়োজনে কলকাতায় নিয়ে গিয়ে চিকিৎসা করানো হবে।’’ বালেশ্বর যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। দেখা হলে প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
এদিন ঘটনাস্থলে গিয়ে মমতার কথা হয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে। রেলের কাজে সমন্বয়ের অভাব রয়েছে বলে রেলমন্ত্রীর সামনেই অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘‘রেলের কাজে সমন্বয়ের অভাব রয়েছে। আরও যত্ন নেওয়া প্রয়োজন।’’ কত জনের মৃত্যু হয়েছে, তা রেলমন্ত্রীর কাছ থেকে জানতে চান মুখ্যমন্ত্রী। রেলমন্ত্রী জানান ২৩৮ জনের মৃত্যু হয়েছে। কিন্তু তার বেশ কিছু ক্ষণ আগেই রেলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, দুর্ঘটনায় ২৬১ জনের মৃত্যু হয়েছে।
কী ভাবে ট্রেন দুর্ঘটনা ঘটল, তা নিয়ে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে রেল। দুর্ঘটনা নিয়ে সরগরম রাজনীতি। দুর্ঘটনায় রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের মুখপাত্র সাকেত গোখলে। রেলমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছেন সিপিআই (এমএল) লিবারেশন নেতা দীপঙ্কর ভট্টাচার্য।