• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

ভারতের বােলিং আক্রমণে কোনও খামতি নেই : শচীন

বর্তমানে ভারতীয় বােলিং আক্রমণে কোনও খামতি নেই, মঙ্গলবার এমন কথাই পরিষ্কার জানিয়ে দিলেন শচীন তেন্ডুলকর।

শচিন তেন্ডুলকর (Photo: IANS)

বর্তমানে ভারতীয় বােলিং আক্রমণে কোনও খামতি নেই, মঙ্গলবার এমন কথাই পরিষ্কার জানিয়ে দিলেন শচীন তেন্ডুলকর। কিন্তু লিটল মাস্টার মনে করেন ২০০৩ ও ২০১১ সালে পৌঁছানাে দলের সঙ্গে এখনকার বােলিং আক্রমণের তুলনা করা উচিত নয়।

তিনি বলেছেন, আর যদি এ ধরনের তুলনা করতেই হয়, হলে তা বর্তমান বােলিং আক্রমণগুলির সঙ্গেই করতে হবে। ‘ভিন্ন প্রজন্মগুলির মধ্যে একে অপরের তুলনা করা ঠিক নয়। কারণ, বিভিন্ন সময়ে বিভিন্ন নিয়মে খেলা হয়। ভিন্ন ভিন্ন সময়ের মধ্যে তুলনা করাটা আমি পছন্দ করি না। কারণ, ভিন্ন ভিন্ন সময়ে দলগুলি ভিন্ন নিয়মে খেলে থাকে। নিয়মের এই বদলের জন্য ভিন্ন প্রজন্মের মধ্যে তুলনা করা কঠিন। এখন দুটি নতুন বল নেওয়া যায়, ফিল্ডিংয়ে নতুন বিধিনিষেধ (এগারাে থেকে চল্লিশ ওভার পর্যন্ত তিরিশ গজ বৃত্তের বাইরে চারজন ফিল্ডার এবং শেষ দশ ওভারে আরও একজন বেশি), এটা অনেকটা একশাে মিটার রানাররা এখন নবৃই বা আশি মিটার দৌড়াচ্ছেন, কারণ, নিয়ম বদলে গিয়েছে। একটি বলে খেলা হলে বােলাররা রিভার্স সুইংয়ের সুবিধা পেত। এখন তা পাওয়া কঠিন। তাই বর্তমানে ভারতীয় দলের বােলিং আক্রমণের সঙ্গে প্রতিপক্ষ দলগুলির বােলিং আক্রমণের পরিপ্রেক্ষিতে বিচার করে দেখতে হবে। এটা ঠিক যে, বর্তমানে ভারতের বােলিং আক্রমণ খুবই ভালাে। এখন ভারতীয় দলের বােলাররা অসাধারণ ফর্মের মধ্যে রয়েছেন। বিশেষ করে বুমরা এখন এক নম্বর বােলার। সে তাঁর যােগ্যতা দেখিয়ে এই কাজটা করে দেখিয়েছেন। পাশাপাশি আমাদের দুই রিস্ট স্পিনার বেশ ভালাে কার্যকরী ভূমিকা নিচ্ছেন এবং সময়ে সময়ে উইকেট তুলে নিতে পারেন। আসন্ন বিশ্বকাপ প্রতিযােগিতায় ভারতীয় বােলাররা সঠিক সঠিক সময়ে কাজের কাজটা করে দেখাবেন তা আমি নিশ্চিতভাবে এখন থেকে বলে দিতে পারি,’ এমন কথাই জানান লিটল মাস্টার ।