• facebook
  • twitter
Friday, 22 November, 2024

সান্টিয়াগোর বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ১৫৮ কোটি টাকার সম্পদ উদ্ধার 

বেঙ্গালুরু, ১৬ মে – নাম সান্টিয়াগো মার্টিন। কেরলে সান্টিয়াগোর নামকরণ হয়েছে ‘লটারির রাজা’।    সিকিম লটারির ব্যবসা থেকে অবৈধ ভাবে নাকি ৯০০ কোটি টাকা লাভ করেছিলেন সান্টিয়াগো মার্টিন , যার ফলে ক্ষতির মুখে পড়তে হয় সিকিম সরকারকে।  সেই সান্টিয়াগোর চেন্নাই এবং কোয়েম্বাটুরের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ১৫৮ কোটি টাকার গয়না, নগদ অর্থ বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।  টাকা তছরুপ আইন -এ

বেঙ্গালুরু, ১৬ মে – নাম সান্টিয়াগো মার্টিন। কেরলে সান্টিয়াগোর নামকরণ হয়েছে ‘লটারির রাজা’।    সিকিম লটারির ব্যবসা থেকে অবৈধ ভাবে নাকি ৯০০ কোটি টাকা লাভ করেছিলেন সান্টিয়াগো মার্টিন , যার ফলে ক্ষতির মুখে পড়তে হয় সিকিম সরকারকে।  সেই সান্টিয়াগোর চেন্নাই এবং কোয়েম্বাটুরের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ১৫৮ কোটি টাকার গয়না, নগদ অর্থ বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।  টাকা তছরুপ আইন -এ সান্টিয়াগোর বাড়িতে তল্লাশি চালায় ইডি।

কেরলে সিকিম লটারির প্রধান বিতরণকারী সান্টিয়াগোর সংস্থা। ইডি সূত্রে খবর, নগদ টাকা , গয়না ছাড়াও বেশ কিছু জমি ও বাড়ির কাগজপত্রও উদ্ধার হয় সান্টিয়াগোর বাড়ি থেকে। এই সব কিছুর মোট মূল্য প্রায় ৪৫৭ কোটি টাকা। 
২০০৯-২০১০ সালে সিকিম লটারি ঘিরে এই দুর্নীতি হয়। কোচিতে সান্টিয়াগোর সংস্থার বিরুদ্ধে মামলা করেছিল সিবিআই। সেই মামলার ভিত্তিতেই তদন্ত শুরু করেছে ইডি। সেই তদন্তে নেমে ইডি জানতে পারে , ২০০৯ সালের ১ এপ্রিল থেকে ২০১০ সালের ৩১ অগস্ট পর্যন্ত দুর্নীতি চলে । লটারির পুরস্কার মূল্য কারচুপি করে প্রায় ৯১০ কোটি টাকা ‘বেআইনি ভাবে’ লাভ করেন সান্টিয়াগো।