দিল্লি, ১৩ মে – রবিবার প্রকাশিত হবে আইসিএসই এবং আইএসসির ফলাফল । বেশ কিছুদিন আগে থেকেই এই পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে ছড়িয়ে পড়ছিল গুজব। তবে, এবার সিআইএসসিই একই সঙ্গে দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশের ঘোষণা করল। রবিবার এই দুই ফল একইসঙ্গে প্রকাশিত হবে দুপুর তিনটে থেকে।
সিআইএসসিইর অফিসিয়াল ওয়েবসাইট CISCE.org- এ নিজেদের ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা। এছাড়াও এসএমএসের মাধ্যমে মোবাইল ফোন থেকে নিজেদের ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা।
এ বছর আইসিএসই পরীক্ষা শুরু হয় ২৭ ফেব্রুয়ারি এবং শেষ হয় ২৯ মার্চ। অন্যদিকে আইএসসি পরীক্ষা শুরু হয় ফেব্রুয়ারির ১৩ তারিখ থেকে এবং পরীক্ষা চলে ৩১ মার্চ পর্যন্ত। দশম এবং দ্বাদশ মিলিয়ে প্রায় আড়াই লাখ ছাত্র ছাত্রী এই বছর বোর্ডের পরীক্ষা দিয়েছিল।
ওয়েবসাইট থেকে ফলাফল জানার জন্য প্রথমে CISCE.org লিঙ্কে ক্লিক করে প্রবেশ করতে হবে। সেখানে ফলাফলের লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর নিজেদের তথ্য লগ ইন করে সাবমিট করতে হবে। এরপরই মোবাইল স্ক্রিনে ফলাফল দেখা যাবে। এই ফল ডাউনলোডও করতে পারবেন ছাত্রছাত্রীরা।