বেঙ্গালুরু , ১৩ মে – কর্নাটকে জয়ী কংগ্রেস। বিজেপিকে পিছনে ফেলে কর্নাটকে ভোটদৌড়ে দুরন্ত গতিতে এগিয়ে চলে শতাব্দী প্রাচীন দল কংগ্রেস। শনিবার সকাল ৮টায় ভোটগণনা শুরু হয় কর্নাটকে। গণনার শুরু থেকেই বিজেপি এবং কংগ্রেসের মধ্যে এগিয়ে থাকার প্রতিযোগিতা চলছিল। বেলা গড়াতে বিজেপিকে পিছনে ফেলে অনেকটা এগিয়ে যায় কংগ্রেস। এরপর ক্রমশ কংগ্রেসের জয়ের সম্ভাবনা স্পষ্ট হতে শুরু করতেই জয়ের আনন্দে মেতে ওঠে কংগ্রেস শিবির। নয়াদিল্লিতে কংগ্রেসের সদর দফতরেও আনন্দের বহিঃপ্রকাশ দেখা যায়। উৎসবের মেজাজ বেঙ্গালুরুর কংগ্রেস দফতরেও। বেঙ্গালুরুতে শিবকুমারের বাড়ির সামনে সকালে মিষ্টি বিলি করেন দলের কর্মী-সমর্থকরা। তার কিছু সময় পরেই জয়ের খবর পান শিবকুমার। কনকপুরা আসন থেকে জয়ী হয়েছেন তিনি। জয়ের জন্য কর্ণাটকবাসীকে ধন্যবাদ জানান রাহুল গান্ধি। তিনি বলেন, কর্নাটকে গরিবদের জয় হয়েছে , পুঁজিবাদ হেরেছে। তিনি বলেন, কর্ণাটকের ফলই প্রমান করল মানুষ ভালোবাসাতেই আস্থা রাখে, ঘৃনায় নয়।
গণনার প্রবণতা স্পষ্ট হওয়ার পরপরই বাড়ির বারান্দায় এসে কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়তে দেখা যায় শিবকুমারকে। করজোড়ে নমস্কার জানান তিনি। এর পরই সংবাদমাধ্যমের মুখোমুখি হন। শিবকুমার বলেন, ‘‘দলের নেতা-কর্মীরা কঠোর পরিশ্রম করেছেন। মানুষ আমাদের উপর ভরসা করেছেন। সমর্থন করেছেন।’’ এই জয় কারও একার নয় বলেও মন্তব্য করেন তিনি। শিবকুমার বলেন, ‘‘সোনিয়া গান্ধি , রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি , মল্লিকার্জুন খড়্গেকে আশ্বস্ত করেছি যে কর্নাটকের সেবা করব।’’
কর্নাটকে জয়ের খবর পেতেই কংগ্রেসের কর্মী-সমর্থকদের মধ্যে বিজয়উল্লাস শুরু হয়ে যায়।