কলকাতা , ৯ মে – ২৫ বৈশাখ , রবীন্দ্রজয়ন্তীতে রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে দিন শুরু করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সকালে ১১টা নাগাদ জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পৌঁছে যান শাহ। তাঁর সঙ্গে ছিলেন বঙ্গ বিজেপি নেতৃত্ব। জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান সকলে। ঠাকুরবাড়ির প্রাঙ্গণে কবিগুরুর মূর্তিতে মাল্যদান করেন অমিত শাহ। এরপর ঠাকুরবাড়ি পরিদর্শন করেন তিনি ।
কবিগুরুর মূর্তিতে মাল্যদান করে প্রণাম জানানোর পর ঠাকুরবাড়ি ঘুরে দেখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গ্যালারিতে থাকা বিভিন্ন ছবি দেখে তার বর্ণনা খুঁটিয়ে পড়েন শাহ। রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম সময় এবং তিথি নক্ষত্র থেকে শুরু করে কবিগুরু সম্পর্কে নানা তথ্য জানতে চান। ঘুরে দেখার পর জোড়াসাঁকো থেকে বাড়িয়ে যান অমিত শাহ। এর পরের গন্তব্য পেট্রাপল সীমান্ত। সেখানেও একগুচ্ছ কর্মসূচি ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।
তবে রবীন্দ্রজয়ন্তীতে অমিত শাহর এই কর্মসূচিকে সহজভাবে গ্রহণ করেনি তৃণমূল। এদিন তৃণমূল ভবনে রবীন্দ্রজয়ন্তী উদযাপন করা হয়। শ্রদ্ধা জানান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, বিধায়ক দেবাশিস কুমার-সহ অনেকেই। অমিত শাহকে কটাক্ষ করে ফিরহাদ হাকিম বলেন, ”চব্বিশের লোকসভা ভোটের আগে বাঙালিকে কাছে টানার চেষ্টা। তবে রবীন্দ্রনাথকে ভোটের কাজে ব্যবহার করলে হবে না। তাঁর আদর্শ বুঝতে হবে। সেই পথে চলতে হবে। তবেই প্রকৃত অর্থে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানানো হবে।” তাঁর মতে, ‘‘রবীন্দ্রনাথ সবাইকে এক হওয়ার শিক্ষা দিয়েছেন। আর এরা বিভাজনের রাজনীতি করে।’’