• facebook
  • twitter
Friday, 22 November, 2024

বাজে অফারেই হারিয়ে যান ‘মোস্ট হ্যান্ডসাম’ 

একসময় তাঁকে মোস্ট হান্ডসামের তকমা দেওয়া হত।  ২০০৮ সাল পর্যন্ত নিয়মিত হিন্দি সিনেমায় অভিনয় করেছেন দিনো মারিয়া।  এরপরই কমতে থাকে কাজের সংখ্যা ভারতে ওয়েব সিরিজের উত্থানের পর অনেক অভিনেতা নতুন করে আলোচনায় এলেও দিনোর ক্ষেত্রে সেটা হয়নি।  যদিও তিনি ‘তাণ্ডব’, ‘দ্য এম্পেয়ার’সহ কয়েকটি সিরিজে অভিনয় করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে দিনো মারিয়া জানিয়েছেন, হিন্দিতে খুব বাজে ধরনের

একসময় তাঁকে মোস্ট হান্ডসামের তকমা দেওয়া হত।  ২০০৮ সাল পর্যন্ত নিয়মিত হিন্দি সিনেমায় অভিনয় করেছেন দিনো মারিয়া।  এরপরই কমতে থাকে কাজের সংখ্যা ভারতে ওয়েব সিরিজের উত্থানের পর অনেক অভিনেতা নতুন করে আলোচনায় এলেও দিনোর ক্ষেত্রে সেটা হয়নি।  যদিও তিনি ‘তাণ্ডব’, ‘দ্য এম্পেয়ার’সহ কয়েকটি সিরিজে অভিনয় করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে দিনো মারিয়া জানিয়েছেন, হিন্দিতে খুব বাজে ধরনের প্রস্তাব পাওয়াই তাঁর কাজের সংখ্যা কমে যাওয়ার কারণ। সম্প্রতি অভিনেতা ফিরেছেন নতুন রূপে, খলনায়ক হিসেবে।  দক্ষিণি সিনেমা ‘দ্য এজেন্ট’-এ খলনায়ক চরিত্রে অভিনয় প্রশংসিত হয়েছে।  দিনো মনে করেন, এখন ভারতীয় সিনেমায় নায়ক-খলনায়কের ধারণা বদলে গেছে।  ভবিষ্যতে নতুন বৈচিত্র্যময় চরিত্রে নিজেকে আবিষ্কার করতে চান তিনি।