• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ইদে রাস্তায় নামাজ পড়ার অভিযোগে দু’হাজারেরও বেশি মুসলিমকে আটক করল উত্তরপ্রদেশ পুলিশ

লখনউ, ২৮ এপ্রিল– অনুমতি ছাড়াই রাস্তা জুড়ে ঈদের নামাজ পড়ার ‘অপরাধে’ দু’হাজারেরও বেশি মুসলিমকে আটক করেছে উত্তরপ্রদেশ পুলিশ। পুলিশ জানিয়েছে, বজরিয়া, বাবু পুরওয়া এবং জজমাউ থানায় একাধিক এফআইআর দায়ের হয়েছে এই বিষয়ে। সবক’টি একত্র করে গতকাল, বুধবার ধরপাকড় চালায় পুলিশ, আটক করে ২ হাজার জনকে। এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। এক পুলিশ কর্তার কথায়, ‘রাস্তায়

লখনউ, ২৮ এপ্রিল– অনুমতি ছাড়াই রাস্তা জুড়ে ঈদের নামাজ পড়ার ‘অপরাধে’ দু’হাজারেরও বেশি মুসলিমকে আটক করেছে উত্তরপ্রদেশ পুলিশ।

পুলিশ জানিয়েছে, বজরিয়া, বাবু পুরওয়া এবং জজমাউ থানায় একাধিক এফআইআর দায়ের হয়েছে এই বিষয়ে। সবক’টি একত্র করে গতকাল, বুধবার ধরপাকড় চালায় পুলিশ, আটক করে ২ হাজার জনকে। এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। এক পুলিশ কর্তার কথায়, ‘রাস্তায় নামাজ পড়ার ভিডিও রয়েছে। সেই ভিডিও ভাল করে খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।’

সর্বভারতীয় মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মহম্মদ সুলেমান এই ঘটনায় প্রতিক্রিয়া দিয়ে জানিয়েছেন, সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে। তিনি দাবি করেন, সেদিন মসজিদে ভিড় থাকায়, যাঁরা দেরিতে পৌঁছেছিলেন তাঁদের ভিতরে ঢোকার জায়গা হয়নি। তেমনই কয়েক জন বাধ্য হয়ে রাস্তায় নামাজ পড়েছিলেন। সেই সংখ্যাটা কখনওই এমন হাজার-হাজার নয়।