কলকাতা , ২৭ এপ্রিল – কালিয়াগঞ্জের ঘটনায় রাজ্য পুলিশের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি ওই নাবালিকার ময়নাতদন্তের ভিডিও ফুটেজ সংরক্ষণেরও নির্দেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার হাই কোর্টে নাবালিকার দেহের ময়নাতদন্তের রিপোর্ট জমা দেয় রাজ্য। পুলিশের বক্তব্য , ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, দেহে ধর্ষণের চিহ্ন নেই। তবে নাবালিকার শরীরে বিষাক্ত পদার্থ ছিল। ময়নাতদন্তের এই রিপোর্টে সন্তুষ্ট নয় পরিবার। তারা আদালতে দ্বিতীয় বার ময়নাতদন্তের দাবি তুলেছেন। যদিও আদালত এখনই তার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে।
দু’তরফের এই বক্তব্য শুনে বিচারপতি রাজাশেখর মান্থার মন্তব্য, ‘ বিষয়টি রহস্যজনক’ শেষকৃত্য নিয়ে রাজ্যের এবং পরিবারের বক্তব্য মিলছে না।’’ তাঁর নির্দেশ, এই মামলায় তদন্তের অগ্রগতি নিয়ে বিস্তারিত রিপোর্ট পাঁচ দিনের মধ্যে আদালতে জমা দিতে হবে। জমা দিতে হবে কেস ডায়েরি। রাজ্যকে ময়নাতদন্তের ভিডিয়োগ্রাফি সংরক্ষণ করতে হবে। আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।