কলকাতা, ২৬ এপ্রিল – কালীয়াগঞ্জের ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দোষীদের গ্রেফতারির দাবিতে মঙ্গলবার রীতিমতো তাণ্ডব চলে কালিয়াগঞ্জে। জ্বালিয়ে দেওয়া হয় থানা, পুলিশের গাড়ি ও বাইক। নজিরবিহীনভাবে মারধর করা হয় পুলিশকেও। ঘটনায় ব্যাপক উদ্বিগ্ন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই সমস্ত বিষয় নিয়ে মুখ্য সচিব ও রাজ্য পুলিশের ডিজি এর সঙ্গে ফোনে কথা বলেন রাজ্যপাল। উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের সঙ্গেও তাঁর কথা হয়। কালিয়াগঞ্জ থানায় যারা আগুন ধরিয়ে দেয় তাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। জানা গেছে , মুখ্য সচিব ও ডিজিকে ফোন করে এবিষয়ে দ্রুত কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। কালিয়াগঞ্জের ঘটনায় কী কী পদক্ষেপ নেওয়া হল তা ডিজি ও মুখ্য সচিবকে আলাদা আলাদা রিপোর্ট দিয়ে জানাতে বলেছেন রাজ্যপাল।