• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ফিল্মফেয়ারে ১৬টি বিভাগে মনোনীত হয়েছে আলিয়া ভাটের গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি

দোরগোড়ায় ৬৮ তম ফিল্মফেয়ার পুরস্কার অনুষ্ঠান। ফিল্মফেয়ার পুরস্কার ২০২৩-এর মনোনয়ন তালিকা ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে৷ সেলুলয়েড দুনিয়ার এই মেগা ইভেন্ট ২৭ এপ্রিল মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। উল্লেখযোগ্য হল, মনোনয়নের ক্ষেত্রে চমকে দিয়েছে আলিয়া ভাটের গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি। এই ছবি মোট ১৬টি বিভাগে মনোনীত হয়েছে। বলা যায়,  সব থেকে বেশি সংখ্যক মনোনয়ন পেয়েছে এই ছবি। অন্যদিকে, সর্বোচ্চ আয় এনেছে

দোরগোড়ায় ৬৮ তম ফিল্মফেয়ার পুরস্কার অনুষ্ঠান। ফিল্মফেয়ার পুরস্কার ২০২৩-এর মনোনয়ন তালিকা ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে৷ সেলুলয়েড দুনিয়ার এই মেগা ইভেন্ট ২৭ এপ্রিল মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। উল্লেখযোগ্য হল, মনোনয়নের ক্ষেত্রে চমকে দিয়েছে আলিয়া ভাটের গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি। এই ছবি মোট ১৬টি বিভাগে মনোনীত হয়েছে। বলা যায়,  সব থেকে বেশি সংখ্যক মনোনয়ন পেয়েছে এই ছবি। অন্যদিকে, সর্বোচ্চ আয় এনেছে যে ছবিগুলি, তার মধ্যে অজয় দেবগন-অভিনীত ‘দৃশ্যম ২’  মনোনয়ন পেয়েছে  মাত্র তিনটি।

একঝলকে দেখে নেওয়া যাক ২০২৩-এর ফিল্মফেয়ার আওয়ার্ডে কোন কোন ছবি কোন কোন ক্ষেত্রে মনোনয়ন পেল।
সেরা চলচ্চিত্র
বাধাই দো
ভুল ভুলাইয়া ২
ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা
গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি
 
সেরা পরিচালক
আনিস বাজমি (ভুল ভুলাইয়া ২)
অয়ন মুখার্জি (ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান : শিব)
হর্ষবর্ধন কুলকার্নি (বাধাই দো)
সঞ্জয় লীলা বনসালি (গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি)

মুখ্য চরিত্রে  সেরা অভিনেতা (পুরুষ)
অজয় দেবগন (দৃশ্যম ২)
অমিতাভ বচ্চন (উনচাই)
অনুপম খের (দ্য কাশ্মীর ফাইলস)
হৃত্বিক রোশন (বিক্রম ভেদা)
 
মুখ্য চরিত্রে সেরা অভিনেতা (মহিলা)
আলিয়া ভাট (গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি)
ভূমি পেডনেকর (বাধাই দো)
জাহ্নবী কপুর (মিলি)
করিনা কপুর খান (লাল সিং চাড্ডা)
তাবু (ভুল ভুলাইয়া ২)

শ্রেষ্ঠ অভিনেতা (সমালোচক)

অমিতাভ বচ্চন (ঝুন্ড)
আর মাধবন (রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট)
রাজকুমার রাও (বাধাই দো)

শ্রেষ্ঠ অভিনেত্রী (সমালোচক)
ভূমি পেডনেকর (বাধাই দো)

কাজল (সালাম ভেঙ্কি)
নীনা গুপ্তা (ভাধ)