• facebook
  • twitter
Friday, 22 November, 2024

সাংসদের অভিযোগে এক্সপ্রেস ট্রেন মাঝপথে থামিয়ে পোকামাকড় মারা হল

দিল্লি, ২৬ এপ্রিল– ভারতীয় রেলের এমন ছবি এবার ফুটে উঠল যা দেখে রীতিমত লজ্জা পেতে হবে স্বয়ং রেলমন্ত্রীকেও।  অপরিচ্ছন্ন বাথরুম, খারাপ খাবার, কিংবা ইঁদুরের উৎপাত-এসব রেল যাত্রায় খুবই সাধারণ ঘটনা। যাত্রীরা এসবে এতটাই অভ্যস্ত যে তাঁদের অনেকের কাছেই এসব গা সওয়া হয়ে গেছে। কিন্তু তাই বলে নেতা মন্ত্রীদের সহ্য করতে হবে এ কথা কে বলেছে।

দিল্লি, ২৬ এপ্রিল– ভারতীয় রেলের এমন ছবি এবার ফুটে উঠল যা দেখে রীতিমত লজ্জা পেতে হবে স্বয়ং রেলমন্ত্রীকেও। 

অপরিচ্ছন্ন বাথরুম, খারাপ খাবার, কিংবা ইঁদুরের উৎপাত-এসব রেল যাত্রায় খুবই সাধারণ ঘটনা। যাত্রীরা এসবে এতটাই অভ্যস্ত যে তাঁদের অনেকের কাছেই এসব গা সওয়া হয়ে গেছে। কিন্তু তাই বলে নেতা মন্ত্রীদের সহ্য করতে হবে এ কথা কে বলেছে। সাধারণ যাত্রীদের যে অভিযোগে রেল কর্তৃপক্ষ সেভাবে মাথাই ঘামায় না, সেই একই অভিযোগ যদি পার্লামেন্টের সদস্য করেন, তাহলে তাতে কান না দিয়ে উপায় আছে!

শনিবার দিল্লিগামী গোমতী এক্সপ্রেসের এইচ১ কামরায় চড়ে ভ্রমণ করছিলেন উত্তরপ্রদেশের এটাহ-র সাংসদ রাজবীর সিং । ট্রেনের ভিতরেই মশা কামড়ায় তাঁকে। তাতেই প্রবল খেপে ওঠেন সাংসদমশাই। তাছাড়া ট্রেনের বাথরুমও অত্যন্ত নোংরা ছিল। সব মিলিয়েই রেগে ওঠেন তিনি। তাঁর হয়ে টুইটারে রেল কর্তৃপক্ষকে অভিযোগ জানান রাজবীর সিংয়ের সঙ্গী মান সিং।

অভিযোগ পেয়েই সঙ্গে সঙ্গে ছুটে আসেন ভারতীয় রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। উন্নাও স্টেশনে ট্রেন দাঁড় করিয়ে দেওয়া হয়। তারপর লোক ডেকে পরিষ্কার করানো হয় গোটা কামরা। তাছাড়া পেস্ট কন্ট্রোলের কর্মীদের ডেকে পোকামাকড়ও মারা হয়। তারপর ফের শুরু হয় যাত্রা। ভাবুন একেই বলে রাজ্ যোগ।