বেঙ্গালুরু, ২৪ এপ্রিল – শৈশবে ভূতের গল্প পড়েন নি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। তাই কমবেশি সবই জানেন, ভূত চেনার এক অন্যতম উপায় হল, তার নাকি ছায়া পড়ে না। এমনই এক ভৌতিক দিনের নাকি সাক্ষী হতে চলেছে দেশ। মঙ্গলবার রোদে বের হলেও ছায়া দেখা যাবেনা। সেই ছায়া নিজের হোক কিংবা অন্য কিছুর। এই মহাজাগতিক ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হবে বেঙ্গালুরু। দক্ষিণের এই শহরে মঙ্গলবার হবে ‘জিরো শ্যাডো ডে’। অর্থাত, ছায়াহীন দিন। মঙ্গলবার দুপুর ১২টা ১৭ মিনিটে বেঙ্গালুরুতে এই বিরল অভিজ্ঞতার শরিক হবেন সেখানকার বাসিন্দারা ।
বিরল অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছে বেঙ্গালুরু। সেখানে দেড় মিনিট এই পরিস্থিতি থাকবে। এর আগেও দেশের নানা শহরে এমন দিন প্রত্যক্ষ করে গেছে। গত বছর জুন মাসেই নাকি কলকাতায় ক্ষনিকের জন্য এমন এক ছায়াবর্জিত দিন পার করেছি আমরা।