দিল্লি, 23 এপ্রিল– শীর্ষ আদালতের অন্তত ৫ বিচারপতি একসঙ্গে কোভিডে আক্রান্ত হয়েছে। যার জেরে একাধিক মামলার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে।
শীর্ষ আদালত সূত্রের খবর, এই মুহূর্তে করোনা আক্রান্ত বিচারপতিদের মধ্যে রয়েছেন বিচারপতি রবীন্দ্র এস ভাট, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি অনিরুদ্ধ বোস, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং মনোজ মিশ্র। আরেক বিচারপতি সূর্য কান্ত গত সপ্তাহেই কোভিডের কবল থেকে মুক্ত হয়েছেন। করোনা আক্রান্তদের মধ্যে বিচারপতি রবীন্দ্র ভাট সমলিঙ্গ বিবাহ মামলার সাংবিধানিক বেঞ্চের অংশ ছিলেন। গত বৃহস্পতিবার পর্যন্ত এই সমলিঙ্গ মামলার শুনানি হয়েছে। তাতে বিচারপতি ভাট অন্য বিচারপতিদের সঙ্গে একসঙ্গেই বসে ছিলেন। স্বাভাবিকভাবেই অন্য বিচারপতিরা চিন্তিত।
একসঙ্গে পাঁচ বিচারপতি করোনা আক্রান্ত হওয়ায় শীর্ষ আদালতের বহু বেঞ্চে রদবদল করতে হয়েছে। পিছিয়ে গিয়েছে একাধিক মামলার শুনানি। যার মধ্যে রয়েছে সমলিঙ্গ বিবাহ মামলার শুনানি পর্যন্ত। আগামী সোমবার সাংবিধানিক বেঞ্চের শুনানিও হবে না। এদিকে পিছিয়ে গিয়ে রাজ্যের ডিএ মামলার মতো গুরুত্বপূর্ণ মামলাও।