• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ডেরেকের পাঠানো নোটিসের বৈধতাকলে চ্যালেঞ্জ করেছেন শুভেন্দুর আইনজীবীর

কলকাতা,২২ এপ্রিল —  ডেরেকের পাঠানো নোটিসের কোনো অস্তিত্বই নেই জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী সূর্যনীল দাস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অপপ্রচারের অভিযোগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বুধবার আইনি নোটিস পাঠিয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন। শুভেন্দুর আইনজীবী সরাসরি তাঁর বৈধতাকেই চ্যালেঞ্জ করেছেন। লিখেছেন, ‘‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নামে কোনও দল এখন নেই। তৃণমূল নামে আঞ্চলিক একটি দল রয়েছে।

কলকাতা,২২ এপ্রিল —  ডেরেকের পাঠানো নোটিসের কোনো অস্তিত্বই নেই জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী সূর্যনীল দাস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অপপ্রচারের অভিযোগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বুধবার আইনি নোটিস পাঠিয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন। শুভেন্দুর আইনজীবী সরাসরি তাঁর বৈধতাকেই চ্যালেঞ্জ করেছেন। লিখেছেন, ‘‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নামে কোনও দল এখন নেই। তৃণমূল নামে আঞ্চলিক একটি দল রয়েছে। তাই অস্তিত্বহীন কোনও সংগঠনের তরফে এমন নোটিস পাঠানোই যায় না!’’ আইনের দৃষ্টিতে ডেরেকের নোটিস ‘অবৈধ’ দাবি করে শুভেন্দুর আইনজীবী সূর্যনীল দাস অবিলম্বে সেটি প্রত্যাহার করতে বলেছেন ডেরেককে।

নোটিস প্রত্যাহার করা না হলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপের কথাও বলা হয়েছে জবাবি চিঠিতে। নোটিসে সিঙ্গুরের সভায় বাংলায় শুভেন্দুর মন্তব্য এবং তাঁর ইংরেজি তর্জমা তুলে ধরে ডেরেক লিখেছিলেন, ‘‘আমাদের দলের সম্মাননীয় চেয়ারপার্সনের বিরুদ্ধে এমন মন্তব্য অবমাননাকর। জনসমক্ষে এমন অসত্য কথা বলে আপনি আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করতে চেয়েছেন।’’ এর পরেই শুভেন্দুকে ডেরেকের হুঁশিয়ারি, ‘‘অবিলম্বে এমন অসত্য বক্তব্য প্রত্যাহার না করলে আমরা আপনার এবং অমিত শাহের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করব।’’