পশ্চিমবর্ধমান,২১ এপ্রিল — নেতাদের ছবি দিয়ে ফ্লেক্স বানিয়ে বিক্ষোভ প্রদর্শন করল ঠিকা কর্মীরা।রাষ্ট্রায়ত্ত সংস্থা দুর্গাপুর ইস্পাত কারখানার গেটের সামনে ঠিকা কর্মীদের এক অভিনব বিক্ষোভ দেখা গেল এদিন । ঠিকা কর্মীদের অভিযোগ, অর্থের বিনিময়ে বহিরাগতদের চাকরি দেওয়া হচ্ছে।যা আগে কখনও দেখেনি এই শিল্প শহর। যারা চাকরি চুরি করছে সেই সব নেতাদের ছবি দিয়ে ফ্লেক্স বানিয়ে বিক্ষোভ প্রদর্শন করল ঠিকা কর্মীরা।এমনকী গত ২১ মার্চ চাকরি বিক্রির অভিযোগে একজনকে গাছে বেঁধে রাখা হয়েছিল। তিনি স্বীকার করেছিলেন কে কে যুক্ত আছেন তাঁর সঙ্গে। পুলিশ এসে তাঁকে তুলে নিয়ে গেলেও কোনও পদক্ষেপ নেয়নি। এইসব কারণেই বিক্ষোভে সামিল ঠিকা কর্মীরা। অভিযুক্ত এই চারজনের বহিষ্কারের দাবিতে এই বিক্ষোভ করছেন তাঁরা।
দুর্গাপুর ইস্পাত কারখানার গেটের সামনে একটি সভায় আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ও জেলা সভাপতি বলেছেন, আইএনটিটিইউসির নাম ভাঙিয়ে শ্রমিক শোষণ চলছে।এক কর্মী জানান, যারা যারা টাকার বিনিময়ে চাকরি দেওয়ায় যুক্ত আছেন সেই অভিযুক্ত চারজনের নাম শান্তনু, বাপি, করমা, বিকাশ ঘটক। তারা এই কারখানায় টাকার লোভে বহিরাগতদের চাকরি দিচ্ছেন। তাঁদের কাছে ডিগ্রি না থাকলেও চাকরি দেওয়া হচ্ছে। শ্রমিক ভাইদের কাজ দিচ্ছে না।