• facebook
  • twitter
Friday, 22 November, 2024

তৃণমূল বিধায়কের বাড়িতে চিরুনি তল্লাশি কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার, তথ্য লোপাটের তীর বিধায়কের দিকে

মুর্শিদাবাদ,১৫ এপ্রিল — ২৪ ঘন্টা পার , জীবনকৃষ্ণ সাহার বাড়িতে রীতিমতো চিরুনি তল্লাশি চালাচ্ছে সিবিআই। মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা।তারই  বাড়ি, লাগোয়া পুকুর এবং জঙ্গলে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় সিবিআই আধিকারিকরা।  তৃণমূলের বিধায়ক জীবনের বাড়ি থেকে মিলেছে এসএলএসটি অর্থাৎ নবম-দশমের শিক্ষক নিয়োগের তালিকা। সেই তালিকার সঙ্গে ডেস্কটপ, ল্যাপটপের তথ্য মেলাতে গিয়ে সিবিআই অফিসারেরা দেখতে পাচ্ছেন,

মুর্শিদাবাদ,১৫ এপ্রিল — ২৪ ঘন্টা পার , জীবনকৃষ্ণ সাহার বাড়িতে রীতিমতো চিরুনি তল্লাশি চালাচ্ছে সিবিআই। মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা।তারই  বাড়ি, লাগোয়া পুকুর এবং জঙ্গলে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় সিবিআই আধিকারিকরা।

 তৃণমূলের বিধায়ক জীবনের বাড়ি থেকে মিলেছে এসএলএসটি অর্থাৎ নবম-দশমের শিক্ষক নিয়োগের তালিকা। সেই তালিকার সঙ্গে ডেস্কটপ, ল্যাপটপের তথ্য মেলাতে গিয়ে সিবিআই অফিসারেরা দেখতে পাচ্ছেন, ওয়ার্ড ও এক্সেল ফাইল, ফোল্ডার ডিলিট করা হয়েছে। মিলেছে গুচ্ছ গুচ্ছ অ্যাডমিট কার্ডও। বাগান থেকে উদ্ধার হয়েছে কয়েকটি ব্যাগ। সেই ব্যাগ থেকে একাধিক নথি ও অ্যাডমিট কার্ড পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, যে ভাবে বিভিন্ন জায়গা থেকে নথির সন্ধান পাওয়া গিয়েছে, তার পর তদন্তকারীরা জীবনকৃষ্ণের আন্দিগ্রামের ওই দোতলা বাড়ি এবং তার আশপাশের কোনও জায়গাই তাঁদের নজরের আড়ালে রাখতে চান না।