• facebook
  • twitter
Friday, 22 November, 2024

১০ দিনের মধ্যে ৩ নাবালিকাকে ধর্ষণের অভিযোগে ধৃতকে ফাঁসির সাজা শোনাল আদালত 

গান্ধীনগর , ১৪ এপ্রিল – ১০ দিনের মধ্যে ৩ নাবালিকাকে ধর্ষণের অভিযোগে ধৃতকে ফাঁসির সাজা দেওয়া হল। ২০২১ সালে গুজরাটে এক পাঁচ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে হত্যা করে এক ব্যক্তি। তাকে ফাঁসির সাজা শোনাল গুজরাটের গান্ধীনগরে বিশেষ আদালত। বিচারক এ এ নানাবতীর এজলাসে অভিযুক্ত ২৮ বছরের বিজয় ঠাকুরকে ফাঁসির সাজা শোনালেন। ২০২১ এর নভেম্বর মাসে একটি ৫ বছরের শিশুকন্যাকে

গান্ধীনগর , ১৪ এপ্রিল – ১০ দিনের মধ্যে ৩ নাবালিকাকে ধর্ষণের অভিযোগে ধৃতকে ফাঁসির সাজা দেওয়া হল। ২০২১ সালে গুজরাটে এক পাঁচ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে হত্যা করে এক ব্যক্তি। তাকে ফাঁসির সাজা শোনাল গুজরাটের গান্ধীনগরে বিশেষ আদালত। বিচারক এ এ নানাবতীর এজলাসে অভিযুক্ত ২৮ বছরের বিজয় ঠাকুরকে ফাঁসির সাজা শোনালেন। ২০২১ এর নভেম্বর মাসে একটি ৫ বছরের শিশুকন্যাকে নিজের মোটর বাইকে তুলে ধর্ষণ করে বিজয়। এর আগেও ৩ বছর এবং ১০ বছরের আরও দুই শিশুকন্যাকে ধর্ষণ করে সে। ১০ দিনের মধ্যে পরপর ৩ শিশুকন্যাকে ধর্ষণের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সেই অপরাধে আগেই যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি শোনানো হয়েছিল বিজয়কে। এবার অপরাধের গুরুত্ব বিচার করে তার শাস্তির পরিমাণ বাড়িয়ে ফাঁসির সাজা শোনানো হয় বিজয়কে।

আইনজীবী সুনীল পান্ডিয়া এদিন বিজয়ের শাস্তি বাড়ানোর দাবিতে সওয়াল করেন। তিনি বলেন, নৃশংস ভাবে ধর্ষণ করা হয়েছে ওই শিশুকন্যাকে। তার বিভিন্ন প্রত্যঙ্গে গুরুতর আঘাত লাগে। ফলে ভবিষ্যতে মা হওয়ার ক্ষেত্রে গুরুতর সমস্যার মুখোমুখি হতে পারে সে । অপরাধের গুরুত্ব বিচার করে অপরাধীকে মৃত্যুদন্ড দেওয়াই উপযুক্ত সাজা বলে মত আইনজীবীর।