আদালতের দেওয়া জামিনের পাশাপাশি কতগুলি নির্দেশ দিয়েছেন সেগুলি হল জিতেন্দ্রকে তদন্তে সবরকম সহযোগিতা করতে হবে। কোন তথ্য প্রমাণ নষ্ট করা যাবে না’, কোনো সাক্ষীকে ভয় দেখানো যাবে না। আসানসোল পুরসভা এলাকায় প্রবেশ করবেন না জিতেন তিওয়ারি’, নির্দেশ দিল আদালত।অপরদিকে, সম্প্রতি তিনি রাজ্যের শাসকদলকে তীব্র আক্রমণ করেছিলেন। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে বেরনোর সময় করলেন চাঞ্চল্যকর অভিযোগ করেছিলেন জিতেন্দ্র তিওয়ারি। তিনি বলেছিলেন, ‘ আপনারা চক্রান্ত করছেন। আপনারা আমাকে মেরে ফেলতে চাইছেন।