দিল্লি, ৫ মার্চ – ১০০ দিনের কাজ-সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের বকেয়া অর্থ আদায়ের জন্য গত কয়েক মাস ধরে তদ্বির করে আসছে রাজ্যের শাসকদল তৃণমূল। সেই বকেয়া পাওনা দাবি করে সম্প্রতি কলকাতায় দুদিন ধর্নায় বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করতে দিল্লি গেলেন তৃণমূল সাংসদরা । তাঁদের স্পষ্ট হুঁশিয়ারি, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং দেখা না করলে তাঁর দফতর কৃষিভবনের বাইরে ধর্নায় বসবেন তৃণমূল সাংসদরা। অভিষেকের নেতৃত্বে তৃণমূল সাংসদরা দিল্লির কৃষি ভবনের সামনে জড়ো হন।