• facebook
  • twitter
Friday, 22 November, 2024

হনুমান জয়ন্তীতে রাজ্যে শান্তি বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট 

কলকাতা , ৫ মার্চ – হনুমান জয়ন্তীতে রাজ্যে শান্তি বজায় রাখতে  রাজ্যকে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেওয়ার নির্দেশ দিল হাই কোর্ট। বুধবার কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে এ কথা জানিয়েছে। বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর আগের দিন রাজ্যকে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেওয়ার কথা জানায় হাইকোর্ট । হাই কোর্ট নির্দেশ , আইনশৃঙ্খলা বজায় রাখতে

কলকাতা , ৫ মার্চ – হনুমান জয়ন্তীতে রাজ্যে শান্তি বজায় রাখতে  রাজ্যকে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেওয়ার নির্দেশ দিল হাই কোর্ট। বুধবার কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে এ কথা জানিয়েছে। বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর আগের দিন রাজ্যকে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেওয়ার কথা জানায় হাইকোর্ট । হাই কোর্ট নির্দেশ , আইনশৃঙ্খলা বজায় রাখতে আধা সামরিক বাহিনী পুলিশকে সাহায্য করবে। সাধারণ মানুষের শান্তি এবং নিরাপত্তার যাতে বিঘ্নিত না হয় সে জন্য কাজ করবে কেন্দ্রীয় বাহিনী। শান্তি বজায় রাখতে আধা সামরিক বাহিনীর সাহায্য কোথায়, কতটা নেওয়া হবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে পারবে পুলিশ।

রামনবমীর মিছিলকে কেন্দ্র করে রাজ্যের তিনটি এলাকায় অশান্তির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রয়েছে হনুমান জয়ন্তী। এই আবহেই রাজ্যকে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেওয়ার কথা বলল হাই কোর্ট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই উদ্বেগ প্রকাশ করে বলেন, ৬ এপ্রিল হনুমান জয়ন্তীতেও বাংলায় বিক্ষিপ্ত অশান্তি ছড়ানোর চেষ্টা হতে পারে। বুধবার কলকাতা হাইকোর্টের নির্দেশ আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে হনুমান জয়ন্তীতে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী নামাতে হবে রাজ্যে ।