রোম, ৪ এপ্রিল– ইংরাজি নিয়ে চরম বিদ্বেষের নজির সৃষ্টি করল ইতালি। রীতিমত বিল পাস করে ইংরেজি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা বসাল ইতালি সরকার। এবার ইতালি সরকার জানাল ইংরেজি ব্যবহার করলেই জরিমানা গুণতে হবে। সরকারি কাজে বিদেশি ভাষার ব্যবহার বন্ধ করতে উদ্যোগী হয়েছে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির দল। সেই জন্যই দেশের পার্লামেন্টে প্রস্তাব পেশ করা হয়েছে। ইংরাজি ভাষার ব্যবহারে সংকটে পড়ছে ইটালির ভাষা ও সংস্কৃতি, এমনটাই মত মেলোনির দল ব্রাদার্স অফ ইটালির। ইংরাজি ভাষা ব্যবহার করলে ১ লক্ষ ইউরো পর্যন্ত ক্ষতিপূরণ গুণতে হতে পারে বলেই খসড়ায় লেখা হয়েছে।