মেদিনীপুর,৩এপ্রিল — বৃহস্প্রতিবার ৬ ই এপ্রিল দেশজুড়ে পালিত হবে হনুমানজয়ন্তী। আর এই হনুমানজয়ন্তী উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী খেজুরির সভা থেকে ৬ এপ্রিল নিয়ে প্রশাসনকে সতর্ক করেছিলেন।তারপরই নবান্নর তরফে সরকারিভাবে সমস্ত জেলার পুলিশ সুপারের কাছে সতর্কবার্তা পৌঁছে গেল।
নবান্ন সূত্রে খবর, পুলিশ সুপারদের বলা হয়েছে, ওইদিন যাতে হাওড়ার শিবপুর বা রিষড়ার ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় , তার জন্য আগে থেকে পুলিশি ব্যবস্থা রাখতে হবে। পুলিশি ব্যবস্থা থেকে শুরু করে এলাকায় নজরদারি সবটাই যথাযথভাবে করতে বলা হয়েছে নবান্নের তরফে।
এদিন খেজুরির সভায় মুখ্যমন্ত্রী বলেন, ‘৬ তারিখটা খুব সতর্ক থাকুন। ওরা আবার দাঙ্গা করার প্ল্যান করতে পারে। তা যাতে করতে না পারে সেটা আমাদের দেখতে হবে।’মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘আমরা সবাই বজরংবলীকে শ্রদ্ধা করি।কিন্তু দাঙ্গাবাজি সমর্থন করি না। মুখ্যমন্ত্রীর কথার পরেই প্রশাসনিক স্তরে তৎপরতা শুরু করে দিল নবান্ন।