• facebook
  • twitter
Friday, 22 November, 2024

নিউইয়র্কের মিউজিয়ামে ঠাঁই পাওয়া ১৫টি পুরাতাত্বিক নিদর্শন ভারতে ফেরাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র 

নিউইয়র্ক, ১ এপ্রিল –   ভারত থেকে অবৈধভাবে পাচার হয়ে যাওয়া কিছু প্রাচীন পুরাতাত্বিক ভাস্কর্য ঠাঁই পেয়েছিল নিউইয়র্কের এক মিউজিয়ামে।বিখ্যাত মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট-এ।  অবৈধ পথে এইসব পুরাতাত্বিক নিদর্শন সংগ্রহের কথা জানতে পেরে ১৫টি ভাস্কর্য ভারতে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রোপলিটন মিউজিয়াম কর্তৃপক্ষ। নিদর্শনগুলির মধ্যে রয়েছে প্রথম শতাব্দী থেকে শুরু করে একাদশ শতাব্দী পর্যন্ত সময়কালের দুষ্প্রাপ্য কিছু ভাস্কর্য। সেগুলি

নিউইয়র্ক, ১ এপ্রিল –   ভারত থেকে অবৈধভাবে পাচার হয়ে যাওয়া কিছু প্রাচীন পুরাতাত্বিক ভাস্কর্য ঠাঁই পেয়েছিল নিউইয়র্কের এক মিউজিয়ামে।বিখ্যাত মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট-এ।  অবৈধ পথে এইসব পুরাতাত্বিক নিদর্শন সংগ্রহের কথা জানতে পেরে ১৫টি ভাস্কর্য ভারতে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রোপলিটন মিউজিয়াম কর্তৃপক্ষ। নিদর্শনগুলির মধ্যে রয়েছে প্রথম শতাব্দী থেকে শুরু করে একাদশ শতাব্দী পর্যন্ত সময়কালের দুষ্প্রাপ্য কিছু ভাস্কর্য। সেগুলি কোনওটি তামার, কোনওটি পাথরের, কোনওটি টেরাকোটার তৈরি। জানা গেছে, সুভাষ কাপুর নামে এক কুখ্যাত সংগ্রাহক তথা ডিলার-এর হাত ধরে আমেরিকায় পাচার হয়ে যায় দুষ্প্রাপ্য এবং বহুমূল্য ভাস্কর্যগুলি। কাঞ্চিপুরামের ভারাধারাজা পেরুমল মন্দির থেকে দেবদেবীর মূর্তি পাচার করার অভিযোগে সুভাষ কাপুর বর্তমানে তামিলনাড়ুর ত্রিচি সেন্ট্রাল জেলে বন্দি। ২২ সালের নভেম্বর মাসে তামিলনাড়ুর কুম্বাকোনামের একটি আদালত তাকে ১০ বছরের কারাদণ্ডের সাজা দিয়েছে।

কোহিনুর হিরে আজও ভারতের ধরাছোয়ার বাইরে। এই মহামূল্যবান, ঐতিহাসিক হিরে নিয়ে বিতর্ক চলছেই। ব্রিটেনের রানির মুকুটে ঠাঁই পাওয়া সেই বহুমূল্য হিরে আজ অবধি বহুবার ভারতে ফিরিয়ে দেওয়ার দাবি উঠলেও তা কখনওই বাস্তবায়িত হয়নি। এক্ষেত্রে তার বিপরীত উদাহরণ দেখা গেল মার্কিন যুক্তরাষ্ট্রে।
সংবাদমাধ্যম সূত্রে খবর, মেট্রোপলিটন মিউজিয়ামের ক্যাটালগে বিভিন্ন শতকের ৫৯টি অঙ্কনশৈলী ও ৭৭টি পুরাতাত্ত্বিক নিদর্শনের খবর মিলেছে যেগুলির সঙ্গে সুভাষ কাপুরের যোগসূত্র রয়েছে। এছাড়াও মিউজিয়ামের এশিয়া মহাদেশের শিল্পকর্ম সংগ্রহের মধ্যে জম্মু ও কাশ্মীরে তৈরি ৯৪টি শিল্পকর্মের খোঁজ মিলেছে। তবে সেইসব শিল্পকর্ম  ভারত থেকে কিভাবে নিউ ইয়র্কের মিউজিয়ামে পৌঁছেছিল তা এখনো
 অজানাই রয়ে গেছে ।