দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মােদি শপথ গ্রহণ করার পরে বিরােধীদের উদ্দেশ্যে কটাক্ষ হানলেন যােগগুরু রামদেব।তাঁর পরামর্শ,স্ট্রেস দূর করতে আগামী ১০-১৫ বছর বিরােধী নেতারা কপালভাতি অভ্যাস করুন।বৃহস্পতিবার সংবাদসংস্থা এএনআইকে তিনি বলেন,‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদির নেতৃত্বে দেশ অর্থনৈতিক,মনন ও সাংস্কৃতিক দৈন্য থেকে মুক্তি পাবে।অমিত শাহ,নীতিন গড়কড়ি ও পীযুষ গােয়েল সহ যে সমস্ত মন্ত্রীরা শপথ নিয়েছেন,তাঁরা সকলে জনগণের মনােবাঞ্ছা পূরণ করবেন।আগামী ৫ বছর তাঁরা কঠিন পরিশ্রম করবেন।’
রামদেব বলেন,’আমি বিশ্বাস করি,আগামী ১০-১৫ বছরে বিরােধী নেতাদের বহুবার কপালভাতি ও অনুলােম-বিলােম অভ্যাস করতে হবে,একমাত্র সেভাবেই তাঁরা নিজেদের উপর চাপ নিয়ন্ত্রণ করতে পারবেন।বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে নতুন মন্ত্রিসভার ৫৮ জন সদস্য শপথ গ্রহণ করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ বিদেশের বহু বিশিষ্ট নেতা, কূটনীতিক,শিল্পপতি এবং সাংস্কৃতিক জগতের প্রতিনিধিরা।নয়া মন্ত্রিসভার ২৪ জন পূর্নমন্ত্রী, ৯জন স্বাধীন ভারপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেছেন।