দিল্লি, ২৯ মার্চ– কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ইতিমধ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডি সহ শিক্ষা দফতরের কয়েক হাজার জনের চাকরি গিয়েছে। তাঁদেরই একাংশ কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন। মামলাকারীদের হয়ে বুধবার সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন আইনজীবী মুকুল রোহতগি।
বুধবার সওয়াল জবাবের সময়ে মুকুল রোহতগি বলেন, কলকাতা হাইকোর্টের একজন মহামান্য বিচারপতি রয়েছেন, যিনি সকালে নির্দেশ দিয়ে বিকেলের মধ্যে চাকরি বাতিল করতে বলছেন। এভাবে অন্তত ৫ হাজার জনের চাকরি বাতিল করা হয়েছে। যাঁদের চাকরি বাতিল করা হয়েছে, তাঁদের কোনও কথা শোনা হচ্ছে না।
মুকুল রোহতগি আরও বলেন, বিচারপতি হাইকোর্টের কোনও রোস্টার মানছেন না। তিনি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে পর্যন্ত রুল জারির করার হুঁশিয়ারি দিচ্ছেন। এ কথা বলে রোহতগি সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছেন, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে তাই রুলিং দিক সর্বোচ্চ আদালত।
এদিনের মামলা শোনেন সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু। তিনি অবশ্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও পদক্ষেপের কথা বলেননি। এদিন কোনও নির্দেশও দেয়নি সর্বোচ্চ আদালত। মামলার পরবর্তী শুনানি হবে ১২ এপ্রিল।