• facebook
  • twitter
Friday, 22 November, 2024

প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

দিল্লি , ২৯ মার্চ – প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা তদন্তে ধাক্কা খেল কেন্দ্রীয় সংস্থা। এই মামলায় আপাতত ইডি, সিবিআইয়ের তদন্ত স্থগিত রাখতে হবে। বুধবার স্থগিতাদেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য বনাম জনৈক টিনা মণ্ডল এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ বনাম টিনা মণ্ডল মামলার শুনানিতে অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।  ২০২০ সালে

দিল্লি , ২৯ মার্চ – প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা তদন্তে ধাক্কা খেল কেন্দ্রীয় সংস্থা। এই মামলায় আপাতত ইডি, সিবিআইয়ের তদন্ত স্থগিত রাখতে হবে। বুধবার স্থগিতাদেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য বনাম জনৈক টিনা মণ্ডল এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ বনাম টিনা মণ্ডল মামলার শুনানিতে অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 

২০২০ সালে প্রাথমিকে যে শিক্ষক নিয়োগ হয়েছিল সেখানে পর্ষদের নম্বর বিভাজন তালিকায় গরমিলের অভিযোগ ছিল। অভিযোগ ছিল, যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের মধ্যে ১৫-২০ জনের নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে। এই দুর্নীতিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্যের জড়িত থাকার অভিযোগ ওঠে। গত ২ মার্চ ওই মামলার শুনানিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, সেসময় নিয়োগের জন্য যে অ্যাড হক কমিটি ছিল, তার প্রত্যেক সদস্যকে জেরা করতে পারবে সিবিআই। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন চাকরি প্রাপকরা। বুধবার সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দেয়। অর্থাৎ আপাতত এই মামলায় সিবিআই তদন্ত স্থগিত থাকবে।