• facebook
  • twitter
Tuesday, 24 September, 2024

‘কুৎসা করলে জিভ টেনে ছিড়ে নেওয়ার ‘ হুঁশিয়ারি তৃণমূল নেতার  

কলকাতা,২৭ মার্চ — সরাসরি শহিদ মিনারের প্রস্তুতিসভা থেকে হুমকি যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক সম্রাট তপাদারের । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা করলে, জিভ টেনে ছিঁড়ে দেওয়া হবে’। ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক।সম্রাট তপাদার হলেন মূলত ব্যারাকপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর।বিরোধীদের নিশানা করে বিতর্কের মুখে পড়েছিলেন তৃণমূল সাংসদ। গতবছর অগাস্টের মাঝামাঝি,কামারহাটিতে সৌগত রায় হুমকি দিয়ে

কলকাতা,২৭ মার্চ — সরাসরি শহিদ মিনারের প্রস্তুতিসভা থেকে হুমকি যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক সম্রাট তপাদারের । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা করলে, জিভ টেনে ছিঁড়ে দেওয়া হবে’। ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক।সম্রাট তপাদার হলেন মূলত ব্যারাকপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর।বিরোধীদের নিশানা করে বিতর্কের মুখে পড়েছিলেন তৃণমূল সাংসদ।

গতবছর অগাস্টের মাঝামাঝি,কামারহাটিতে সৌগত রায় হুমকি দিয়ে বলেছিলেন, ‘তৃণমূলের সমালোচকদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে। তৃণমূলের সব চোর বলে মিছিল করলে পার্টি অফিসে ঢুকে যেতে হবে।’ মূলত রাজ্যে মুখ খোলা এবং মুখ খুলে বিস্ফোরক মন্তব্যের উদাহরণ ভুরিভুরি। পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন,  ‘বদলার বদলে বদলা চাই।’ পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের  গ্রেফতারির পর এমনটাই হুঙ্কার দিয়েছিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ।

 তবে এবার যার নামে কুৎসা করলে হুমকি দেওয়া হল তৃণমূল নেতার তরফে, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরেও এবার জড়িয়ে রয়েছে আরও একটি ইস্যু। আগামী ২৯ মার্চ শহিদ মিনারে হতে চলেছে অভিষেকের সভা। ইতিমধ্যেই পুলিশের তরফে সভাস্থল পরিদর্শন করা হয়েছে। পুলিশের তরফে একদিন আন্দোলনকারীদের অবস্থান স্থগিত রাখার জন্য বললে রাজি হননি আন্দোলনকারীরা। আদালতের অনুমতি নিয়ে আন্দোলন করছেন, তাই পুলিশের শর্ত মানতে রাজি হননি আন্দোলনকারীরা।

আগামী বুধবার,২৯ মার্চ, ফের কর্মবিরতির পরিকল্পনা করছে সংগ্রামী যৌথ মঞ্চ। সেদিন কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে রেড রোডে অম্বেদকরের মূর্তির পাদদেশে ধর্নায় বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়।