• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

আইইডি বিস্ফোরণে নিহত ছত্তীসগড়ের সশস্ত্র বাহিনীর এক আধিকারিক

বিজাপুর, ২৭ মার্চ – তল্লাশি অভিযান চালানোর সময় আইইডি বিস্ফোরণে নিহত ছত্তীসগড়ের সশস্ত্র বাহিনীর এক আধিকারিক। সোমবার সকালে এই ঘটনা ঘটে ছত্তীসগড়ের মিরতুর এলাকায়।  বিজাপুর জেলা পুলিশ সূত্রে এই খবর জানা যায়। বিজাপুর পুলিশ সূত্রে জানা যায় , নিহত বিজয় যাদব উত্তরপ্রদেশের বালিয়ার বাসিন্দা। সিএএফ-এর ১৯ নম্বর ব্যাটালিয়নের সদস্য ছিলেন তিনি। পুলিশ সূত্রে আরও জানানো

বিজাপুর, ২৭ মার্চ – তল্লাশি অভিযান চালানোর সময় আইইডি বিস্ফোরণে নিহত ছত্তীসগড়ের সশস্ত্র বাহিনীর এক আধিকারিক। সোমবার সকালে এই ঘটনা ঘটে ছত্তীসগড়ের মিরতুর এলাকায়।  বিজাপুর জেলা পুলিশ সূত্রে এই খবর জানা যায়। বিজাপুর পুলিশ সূত্রে জানা যায় , নিহত বিজয় যাদব উত্তরপ্রদেশের বালিয়ার বাসিন্দা। সিএএফ-এর ১৯ নম্বর ব্যাটালিয়নের সদস্য ছিলেন তিনি। পুলিশ সূত্রে আরও জানানো হয় অভিযানের সময় অসাবধানতাবশত আইইডি-র উপর পা পড়ে যায় বিজয়ের। তখনই বিস্ফোরণ ঘটে ।

পুলিশ সূত্রে জানা যায় , সোমবার সকাল থেকে মিরতুর থানা এলাকার এতেপাল এবং টিমেনার গ্রাম এলাকায় রাস্তা তৈরির কাজ চলছিল। নিরাপত্তার জন্য ওই বাহিনী মোতায়েন হয়। কিন্তু সকাল ৭টা ৪০ মিনিট নাগাদ আচমকা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে মৃত্যু ঘটে সিএএফ-এর সহকারী কমান্ডারের।

ওই এলাকা মাওবাদী প্রভাবিত। ফলে এই ঘটনার পিছনে তাদের হাত রয়েছে বলেই দৃঢ় ধারণা পুলিশের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আরও বাহিনী। ঘটনার তদন্ত চলছে।