• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

এবার সন্ত্রাস মামলা, ইমরানকে গ্রেফতার করতে বড় ‘অপারেশন’ পাক পুলিশের

ইসলামাবাদ, ২০ মার্চ — তোষাখানা মামলায় আগেই ইমরানের মাথায় ঝুলছে গ্রেফতারি পরোয়ানা। এর মাঝেই বাড়ির মেইন গেট ভেঙে ভেতরে ঢুকেছে পুলিশ। কিন্তু এতো কিছুতেও ধরা যায়নি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে। কিন্তু যেনতেন প্রকারে ইমরান খানকে গ্রেফতার করতে আরও মরিয়া পাক পুলিশ। এবার রবিবার তাঁর বিরুদ্ধ সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করার পর রাত থেকেই বাড়ির

ইসলামাবাদ, ২০ মার্চ — তোষাখানা মামলায় আগেই ইমরানের মাথায় ঝুলছে গ্রেফতারি পরোয়ানা। এর মাঝেই বাড়ির মেইন গেট ভেঙে ভেতরে ঢুকেছে পুলিশ। কিন্তু এতো কিছুতেও ধরা যায়নি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে। কিন্তু যেনতেন প্রকারে ইমরান খানকে গ্রেফতার করতে আরও মরিয়া পাক পুলিশ। এবার রবিবার তাঁর বিরুদ্ধ সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করার পর রাত থেকেই বাড়ির সামনে পুলিশে ছয়লাপ। লাহোরের জমন পার্কে ইমরানের বাড়িতে ফের বড়সড় অপারেশন চালাতে চলেছে পুলিশ। তবে এই বাড়িতে ইমরান খান আদৌ রয়েছেন কি না, তা নিয়ে সংশয় আছে।

রবিবার আদালতে হাজিরা দেওয়ার দিনই আদালত চত্বরেই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান ইমরান অনুগামীরা। তোষাখানা মামলাটি খারিজ হয়ে যায় আদালতের নির্দেশে। কিন্তু দমতে রাজি নয় পাক পুলিশ। আর তাই রবিবার রাতেই ফের ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করে পাক পুলিশ। তাতে নতুন করে বিপাকে পড়েন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী।

রবিবার মামলা দায়েরের পর রাত ৩ টে নাগাদই ইমরানের জমন পার্কের বাড়ির সামনে পৌঁছে যায় পুলিশের দল। পুলিশের দাবি, ওই দিন আদালত চত্বরে যারা অশান্তি বাঁধিয়েছিল, তারা আসলে জঙ্গি। বালোচিস্তানের আওরন জেলায় মূলত সক্রিয়তা রয়েছে এদের। ইমরানের অনুগামী হয়ে সেদিন আদালত চত্বরে ঢুকে নাশকতার ছক ছিল। তবে পুলিশ কঠোর থাকায় শুধুমাত্র সংঘর্ষ ছাড়া কিছু করতে পারেনি। পুলিশের অনুমান, ইমরানের বাসভবন থেকেই আওরনের জঙ্গিরা মদতপুষ্ট হচ্ছে। সেই কারণে সন্ত্রাস দমন আইনে তাদের বিরুদ্ধে মামলা করে সবাইকে খোঁজা হচ্ছে।

জমন পার্কের বাড়ির সামনে রীতিমতো অপারেশন চালানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যাঁরা সেখানে পৌঁছতে পারেননি, তাঁদের সাসপেনশনের মুখে পড়তে হতে পারে বলে খবর। ওই চত্বরে আইনশৃঙ্খলা আরও কড়া হয়েছে। সবমিলিয়ে অপারেশন ইমরান খান নিয়ে পাক পুলিশের তৎপরতা তুঙ্গে।