দুবাই , ২০ মার্চ – হুইলচেয়ারে বসেই চ্যালেঞ্জ নিয়েছিলেন বিশ্বজয়ের। হুইলচেয়ারে বসেই তা বাস্তবে করে দেখালেন কেরলের শিল্পী। পৃথিবীর সব থেকে বড় জিপিএস ম্যাপ এঁকে নজির গড়লেন প্রতিবন্ধী শিল্পী সুজিত ভার্গিস। দুবাইয়ের একটি রাস্তায় জিপিএস ম্যাপ এঁকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, পৃথিবীর বৃহত্তম এই জিপিএস ম্যাপ। ৮.৭১ কিমি জুড়ে তৈরি এই ম্যাপ সম্পূর্ণ হতে সময় লাগে ২৪ ঘন্টারও বেশি।