• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ভার্চুয়াল মাধ্যমে রাহুলকে সরাসরি নিশানা মমতার

মুর্শিদাবাদ,১৯ মার্চ — উপনির্বাচনের ফলাফল নিয়ে পর্যালোচনা করতে ভার্চুয়াল মাধ্যমে মুর্শিদাবাদ জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলেন মমতা।সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেসের কাছে পরাজিত হয়েছে তৃণমূল।এই উপনির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে রাহুলকে নিশানা করেন তিনি। মমতা বলেন, “রাহুল গান্ধী যতদিন থাকবেন, মোদিকে কেউ খারাপ ভাববে না। সেই জন্য রাহুলকে নেতা বানানোর চেষ্টা বিজেপি-র। আমি দিল্লিতে তোমার সঙ্গে দোস্তি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Photo: IANS)

মুর্শিদাবাদ,১৯ মার্চ — উপনির্বাচনের ফলাফল নিয়ে পর্যালোচনা করতে ভার্চুয়াল মাধ্যমে মুর্শিদাবাদ জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলেন মমতা।সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেসের কাছে পরাজিত হয়েছে তৃণমূল।এই উপনির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে রাহুলকে নিশানা করেন তিনি। মমতা বলেন, “রাহুল গান্ধী যতদিন থাকবেন, মোদিকে কেউ খারাপ ভাববে না। সেই জন্য রাহুলকে নেতা বানানোর চেষ্টা বিজেপি-র। আমি দিল্লিতে তোমার সঙ্গে দোস্তি করব, আর এখানে তুমি বিজেপির সঙ্গে মস্তি করবে!”

সরাসরি রাহুলকে নিশানা করেছেন মমতা। তিনি নন, কংগ্রেসই বিজেপি-র সামনে মাথা নত করেছে বলে দাবি মমতার। তাঁর এই মন্তব্যে ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে বিরোধী ঐক্যের সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে পড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল ।

তবে সরাসরি রাহুলের নাম মুখে আনায় বিষয়টি জাতীয় স্তরেও পৌঁছবে বলে মনে করা হচ্ছে।