• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ভাইয়ের চাকরি যাওয়ায় ক্ষুব্ধ মন্ত্রী দুষলেন এস এস সি – কেই 

কলকাতা, ১৮ মার্চ — এবার স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে অভিযোগ সামনে নিয়ে এলেন রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো । নিয়োগ মামলার জেরে মন্ত্রীর ভাইয়ের গ্রুপ সি পদে পাওয়া চাকরি বাতিল করেছে এস এস সি।  শনিবার এ নিয়ে সাংবাদিক বৈঠক করলেন শ্রীকান্ত। এসএসসির বিরুদ্ধে প্রশ্ন তুলে ওএমআর সিটের ফরেন্সিক পরীক্ষারও দাবি করলেন মন্ত্রী। শনিবার মেদিনীপুর শহরে তৃণমূল কার্যালয়ে

কলকাতা, ১৮ মার্চ — এবার স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে অভিযোগ সামনে নিয়ে এলেন রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো । নিয়োগ মামলার জেরে মন্ত্রীর ভাইয়ের গ্রুপ সি পদে পাওয়া চাকরি বাতিল করেছে এস এস সি।  শনিবার এ নিয়ে সাংবাদিক বৈঠক করলেন শ্রীকান্ত। এসএসসির বিরুদ্ধে প্রশ্ন তুলে ওএমআর সিটের ফরেন্সিক পরীক্ষারও দাবি করলেন মন্ত্রী।

শনিবার মেদিনীপুর শহরে তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠকে মন্ত্রী শ্রীকান্ত বলেন, ‘‘ভাই ওই নম্বর কোন ভাবেই পাবে না। হার্ড কপি প্রশ্নপত্র মিলিয়ে দেখা হোক। এসএসসি-র ত্রুটিবিচ্যুতির শিকার হয়েছে ও। ৫ বছর ধরে চাকরি করছে। এসএসসি তো সেই সময় তালিকা প্রকাশ করতে পারত! তা হলে একে চ্যালেঞ্জ করতে পারত। কিন্তু সে সব গোপন রেখে ‘কোয়ালিফায়েড’ করল, তার পর ইন্টারভিউতে ডাকল, কম্পিউটার টেস্টও নিল। সে সবের পর চাকরি দিল। এখন পাঁচ বছর পর বলছে, ‘তোমার নম্বর ভুল!’ দু’রকম কথা বার্তা হচ্ছে না?’’

গ্রুপ সি পদে চাকরির ক্ষেত্রে ওএমআর সিটে জালিয়াতির অভিযোগে রাজ্যের ৮৪২ জনের চাকরি বাতিল হয়েছে। এর মধ্যে মন্ত্রীর ভাইও রয়েছেন। হাই কোর্টের নির্দেশে ওইসব পদে ফের নিয়োগের জন্য নোটিসও দিয়ে দিয়েছে এসএসসি। এ নিয়ে মন্ত্রীর অভিযোগ, এর ফলে তাঁর সম্মানহানি হচ্ছে। এমনটাও তো হতে পারে যে এসএসসি-র ভুলে ৫০ নম্বর ৫-ও হয়েছে। আদালতে পরে যা তা-ই প্রমাণিত হয়, সে ক্ষেত্রে এসএসসির ভূমিকা কী হবে? তাঁর এবং তাঁর পরিবারের যে বিতর্কের মুখোমুখি হলেন, সেটারই বা কী হবে! তাঁর কথায়, ‘‘এসএসসির ত্রুটিবিচ্যুতির শিকার হতে হচ্ছে নিরীহদের। চাকরির পাঁচ বছর পর কেন তালিকা প্রকাশ করা হল? কেন আগেই চাকরিপ্রার্থীদের প্রাপ্ত নম্বর প্রকাশ করল না এসএসসি?’’ একই সঙ্গে মন্ত্রী জানান, নিয়োগ দুর্নীতি নিয়ে সামগ্রিক পরিস্থিতি যে দিকে মোড় নিচ্ছে, তাতে মনে হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কাজ করছে এসএসসি। মন্ত্রী বলেন, ‘‘আদালতে বিচার চলছে। আদালতেই বিচার হবে। কিন্তু এখানে আমার প্রশ্ন, ভাইয়ের চাকরি এসএসসি বাতিল করেছে। উত্তরপত্র যাচাই করার জন্য আমরা উচ্চ আদালতে মামলা করব।’’