• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

স্পিনারকে দিয়ে বিশ্বকাপে বোলিং শুরু এই প্রথম

এই প্রথম বিশ্বকাপের ইতিহাসে কোনও স্পিনারকে দিয়ে বােলিং করিয়ে ম্যাচ শুরুর ঘটনা ঘটলাে যা আগে কখনাে ঘটেনি।

ইমরান তাহির (Photo: Twitter@cricketworldcup)

বিশ্বকাপ ক্রিকেটের শুরুতেই নতুন নজির তৈরি হল। এই প্রথম বিশ্বকাপের ইতিহাসে কোনও স্পিনারকে দিয়ে বােলিং করিয়ে ম্যাচ শুরুর ঘটনা ঘটলাে যা আগে কখনাে ঘটেনি।

দক্ষিণ আফ্রিকা টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠানাের পর দ্য ওভালে। সবাইকে হতবাক করে দিয়ে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফ্যাব ডুপ্লেসিস নতুন বল তুলে দেন তাঁর স্পিনার ইমরান তাহিরের হাতে।

ইমরান তাহিরও তাঁর অধিনায়কের সিদ্ধান্ত তা যথাযথ প্রমাণ করতে দ্বিতীয় বলেই ইংল্যান্ডের ওপেনার জনি বেয়ারস্টোকে শূন্য রানে ফিরিয়ে দেন। তারপরই তাঁর ট্রেড মার্ক সেলিব্রেশন হিসেবে গােটা মাঠ দৌড়ে বেড়াতে থাকেন।

৪০ বছর বয়সী এই লেগ স্পিনার এই বছর আইপিএল ক্রিকেটে চেন্নাই সুপার কিংসের হয়ে ২৬টি উইকেট পাওয়ায় পারপেল ক্যাপ জয় করেছেন।

১৯৭৫ সালে প্রথম বিশ্বকাপ ক্রিকেটে প্রথম বলটি করেছিলেন ভারতের পেস বােলার মদনলাল।

১৯৭৯-তে ইংল্যান্ডেই দ্বিতীয় বিশ্বকাপ ক্রিকেটে প্রথম বলটি করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের অ্যান্ডি রবার্ট ভারতের সুনীল গাভাসকারকে।

১৯৮৩ সালে তৃতীয় বিশ্বকাপ হিসেবে প্রথম বল করেন নিউজিল্যান্ডের রিচার্ড হ্যাডি।

১৯৮৭ সালে চতুর্থ বিশ্বকাপ ক্রিকেটে প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে শ্রীলঙ্কার ভিনােথেন জন প্রথম বল করেন।

১৯৯২-তে পঞ্চম বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ক্রেগ ম্যাগডরমট নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম বলটি করেছিলেন।

১৯৯৬ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের হয়ে প্রথম বলটি করেছিলেন ডােমেনিক কর্ক।

১৯৯৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের হয়ে প্রথম বল করেন গ্যারেনগভ।

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক সন পােলক, ২০০৩ সালে।

পাকিস্তানের উমর গুল ২০০৭ সালে।

বাংলাদেশের সৈফুল ইসলাম ২০১১ সালে।

শ্রীলঙ্কার নুয়ান কুলশেখরা ২০১৫ সালে বিশ্বকাপে প্রথম বলটি করেছিলেন।