লখনউ, ১৩ মার্চ — হঠাৎ নজরে পড়লে যে কারোরই ধন্দে পড়ে যাওয়ার কথা। হরিণের দলটির সঙ্গে চলা ধবধবে সাদা প্রাণীটি কি হরিণ? উত্তর প্রদেশের কাটারনিয়াঘাট বন্য প্রাণী অভয়ারণ্যে এমনই সাদা একটি হরিণশাবক দেখা গেছে।
বিরল সাদা হরিণের একটি ছবি টুইটারে পোস্ট করেছেন বন কর্মকর্তা আকাশ দীপ বাধওয়ান। গত বৃহস্পতিবার বিকেলে পোস্ট করা ছবিতে মা হরিণের সঙ্গে সাদা হরিণশাবকটিকেও দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যেখানে সচরাচরই বিরলের দেখা মেলে—স্লোগানকে সত্য প্রমাণ করে আজ সকালে কাটারনিয়াঘাটে একটি অ্যালবিনো (সাদা) হরিণশাবক দেখা গেছে।’
টুইটারে পোস্ট হতেই সাদা হরিণের ছবিটি ভাইরাল হয়ে যায়। সাদা হরিণের ছবিটি টুইটারে শেয়ার করে বন কর্মকর্তা পারভীন কাসওয়ান লিখেছেন, ‘প্রকৃতিতে ব্যতিক্রমগুলো প্রথমেই হারিয়ে যায়। তাদের মানিয়ে নেওয়াটা কঠিন।’
১৫ বছর আগে ভারতের ওডিশার আঙ্গুল জেলায়ও এ রকম সাদা হরিণ দেখা গিয়েছিল বলে জানিয়েছেন বন কর্মকর্তা সুশান্ত নন্দ।
অবশ্য সাদা হরিণ বিশেষ কোনো প্রজাতি নয়। ন্যাশনাল জিওগ্রাফির মতে, অ্যালবিনো প্রাণীরা আংশিক বা পুরোপুরি গায়ের রং হারিয়ে থাকে। স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে অ্যালবিনিজম (বর্ণহীনতা) ঘটে, যখন একই প্রাণী মা-বাবা উভয়ের কাছ থেকে এক বা একাধিক পরিবর্তিত জিন উত্তরাধিকার সূত্রে পায় যা শরীরের মেলানিনের উৎপাদনে বিঘ্ন ঘটায়। এসব প্রাণীর দৃষ্টিশক্তি কম হয়। সঙ্গী পেতেও সমস্যা হয়। সাদা রঙের কারণে সহজেই শিকারির খপ্পরে পড়ে।