• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ডি এ আন্দোলনে ব্যক্তিগতভাবে আমি আছি : শুভেন্দু 

কলকাতা, ৬ মার্চ — রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে ডি এ -র  দাবিতে এবার সোচ্চার হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।  সংগ্রামী যৌথমঞ্চের অনশন মঞ্চে সশরীরে হাজির হয়ে শুভেন্দু বলেছেন, এই আন্দোলনে তাঁদের দলের শাখা সংগঠনও যুক্ত আছে। রাজ্য ৬ শতাংশ হারে ডি এ ঘোষণা করলেও বরফ যে গলেনি, শুভেন্দুর কথা থেকেই তা স্পষ্ট।  তিনি জানান,

কলকাতা, ৬ মার্চ — রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে ডি এ -র  দাবিতে এবার সোচ্চার হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।  সংগ্রামী যৌথমঞ্চের অনশন মঞ্চে সশরীরে হাজির হয়ে শুভেন্দু বলেছেন, এই আন্দোলনে তাঁদের দলের শাখা সংগঠনও যুক্ত আছে। রাজ্য ৬ শতাংশ হারে ডি এ ঘোষণা করলেও বরফ যে গলেনি, শুভেন্দুর কথা থেকেই তা স্পষ্ট। 

তিনি জানান, বিজেপি বিধায়কেরা এই আন্দোলনকে সমর্থন জানাচ্ছেন। এবং তিনি ব্যক্তিগত ভাবেও এই আন্দোলনের পাশে আছেন। পাশাপাশি কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবি জানিয়ে রাজ্য সরকারকে দেউলিয়া বলেও আক্রমণ করেন তিনি।

সোমবার বিধানসভা অধিবেশন থেকে বেরিয়ে শুভেন্দু-সহ বিজেপি বিধায়করা হেঁটেই চলে যান ধর্মতলার শহিদ মিনারের কাছে অনশন মঞ্চে। সেখানে আন্দোলনরত কর্মচারীদের উদ্দেশে শুভেন্দু বলেন, ‘‘অনেকের মতো আমরাও আপনাদের পাশে আছি। হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ, ডিভিশন বেঞ্চে আপনারা মামলা জিতেছেন। আজ না হোক, কাল প্রাপ্য ডিএ দিতে হবে।’’

পরে শুভেন্দু এ-ও বলেন, ‘‘আমরা রাজ্য বিধানসভায় প্রধান বিরোধী দল। আন্দোলনকারীদের ন্যায্য অধিকারের লড়াই জয়যুক্ত হোক। সেটাই চাই। আমাদের নৈতিক সমর্থন ওঁদের সঙ্গে থাকবে।’’ তিনি আরও বলেন, ‘‘আমাদের কর্মচারি এবং শিক্ষক সংগঠনও এঁদের সঙ্গে যুক্ত আছেন। রাজনীতির বাইরে থেকে এই আন্দোলনকে আমরা সমর্থন জানাচ্ছি।’’

প্রসঙ্গত, শহিদ মিনার চত্বরে সোমবার ৩৯ দিনে পড়েছে ধর্মতলায় সংগ্রামী যৌথ মঞ্চের অনশন। বেশ কয়েক জন আন্দোলনরত কর্মচারীর অসুস্থ হওয়ারও খবর মিলেছে। এর মধ্যেই বকেয়া ডিএ প্রদান, কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দফতরে স্বচ্ছ ভাবে নিয়োগ এবং চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণের দাবিতে আগামী ১০ মার্চ প্রশাসনিক ধর্মঘটের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন রাজ্য কো-অর্ডিনেশন কমিটি। তাতে সমর্থন জানিয়েছে একাধিক রাজ্য সরকারি কর্মচারী সংগঠন।